ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ববি তে বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ Logo দেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন: পররাষ্ট্র উপদেষ্টা Logo পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে ৭৪ রানে হারল টাইগাররা Logo থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: সামরিকভাবে কে শক্তিশালী Logo ইসলাম সব মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করেছে: জামায়াত সেক্রেটারি Logo ৬ বিলিয়ন পাউন্ডের মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর ভারত ও যুক্তরাজ্যের Logo কুমারখালীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ Logo এবার বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল পাকিস্তান Logo গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ Logo প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন 

কথা রাখেনি আওয়ামী লীগ: জিএম কাদের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 345

কথা রাখেনি আওয়ামী লীগ: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্বাদশ‌ সংসদ নির্বাচনে ভোটের ফল আশানুরূপ হয়নি। পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আশ্বাস দেওয়া হলেও ভোটের দিন সেই কথা রাখেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন করেছে বলেও দাবি করেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও জাতীয় পার্টি নির্বাচন প্রত্যাখ্যান না করে সংসদে প্রতিনিধিত্ব করবে।

জিএম কাদের বলেন, শুধু ছাড় দেওয়া আসনগুলোতে পেশি শক্তির প্রভাব কম থাকলেও বাকি আসনগুলোতে ভোটের দিন জাপার এজেন্ট বের করে দেওয়া, হুমকিসহ নানাভাবে প্রার্থীদের হয়রানি করেছে আওয়ামী লীগ। এসব বিষয়ে তাৎক্ষণিক প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, রংপুরে আসন কম পাওয়ায় জাপার প্রতি মানুষের আবেগ কমে যায়নি। কারণ এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান আমাদের ছিলো কিন্তু তেমন পরিবেশ দেওয়া হয়নি। সরকার যেখানে চেয়েছে সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হয়নি। আমরা চেয়েছিলাম ভোটের সুষ্ঠু পরিবেশ, সেটি পায়নি। অথচ তারা কথা দিয়েছিল সুষ্ঠু পরিবেশ করে দেবে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো ছাড়াও সারাদেশে আমাদের দেওয়া প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান‌ ছিলো। কিন্তু ভোটের দিন আমাদেরকে আওয়ামী লীগ অসহায় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হন জিএম কাদের।

 

জনপ্রিয় সংবাদ

ববি তে বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

কথা রাখেনি আওয়ামী লীগ: জিএম কাদের

আপডেট সময় ০৭:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্বাদশ‌ সংসদ নির্বাচনে ভোটের ফল আশানুরূপ হয়নি। পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আশ্বাস দেওয়া হলেও ভোটের দিন সেই কথা রাখেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন করেছে বলেও দাবি করেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও জাতীয় পার্টি নির্বাচন প্রত্যাখ্যান না করে সংসদে প্রতিনিধিত্ব করবে।

জিএম কাদের বলেন, শুধু ছাড় দেওয়া আসনগুলোতে পেশি শক্তির প্রভাব কম থাকলেও বাকি আসনগুলোতে ভোটের দিন জাপার এজেন্ট বের করে দেওয়া, হুমকিসহ নানাভাবে প্রার্থীদের হয়রানি করেছে আওয়ামী লীগ। এসব বিষয়ে তাৎক্ষণিক প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, রংপুরে আসন কম পাওয়ায় জাপার প্রতি মানুষের আবেগ কমে যায়নি। কারণ এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান আমাদের ছিলো কিন্তু তেমন পরিবেশ দেওয়া হয়নি। সরকার যেখানে চেয়েছে সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হয়নি। আমরা চেয়েছিলাম ভোটের সুষ্ঠু পরিবেশ, সেটি পায়নি। অথচ তারা কথা দিয়েছিল সুষ্ঠু পরিবেশ করে দেবে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো ছাড়াও সারাদেশে আমাদের দেওয়া প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান‌ ছিলো। কিন্তু ভোটের দিন আমাদেরকে আওয়ামী লীগ অসহায় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হন জিএম কাদের।