ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার খাতা দেখন হোস্টেলের গার্ড Logo জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী Logo বগুড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার Logo লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম Logo নিজ বাড়ির উঠানে গলা কেটে গরু ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা Logo গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ , নিহত কমপক্ষে ৬১ Logo ‘ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে’-উমামা ফাতেমা Logo শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে Logo প্রভাবশালীর দেয়াল ২৫ পরিবারের চলাচলের সড়কে: গুঁড়িয়ে দিল প্রশাসন Logo তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে পার্থক্য নেই: মুফতি সৈয়দ ফয়জুল করীম

ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র

ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র

ব্রাজিল তাদের কোচের পদে নিয়োগ দিচ্ছে ঘরের ছেলেকেই। আবেল ফেরেইরা, জর্জ জেসুসসহ অনেকের নামই বাতাসে ভেসেছিল। কিন্তু ঐতিহ্য মেনে নিজের দেশের মানুষকেই কোচের পদে রাখছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো দরিভাল জুনিয়রই হচ্ছেন দেশটির নতুন কোচ।

টালমাটাল অবস্থায় বেশ কয়েকটা মাসই পার করেছে ব্রাজিল। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছে। সেকারণে ফিফার হুমকি এসেছে। আবার এই কাণ্ডের মাঝেই ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়েছেন কার্লো অ্যানচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন।

এতকিছুর পর অবশেষে খানিক স্বস্তির সুবাতাস বইছে নতুন করে দরিভাল জুনিয়রের নিয়োগের সংবাদে। দিনিজের বিদায়ের দিনেই দরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর গতকাল রোববার ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, সাও পাওলোর এই নেইমার–ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

দুই পক্ষের আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সাওপাওলোকে এজন্য দুই মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণও দেবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। তবে ব্রাজিলের জন্য আগামীকাল সোমবারই সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন দরিভাল। এমনকি নিজের ইন্সটাগ্রামে এরইমাঝে সাও পাওলোর ভক্তদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছেন তিনি।

ব্রাজিল ভক্তদের মধ্যে কিছুটা অচেনা হলেও দরিভাল নিজ দেশে একেবারেই অপরিচিত নন। গত ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। এবার শুরু হতে যাচ্ছে তার সেলেসাও অধ্যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার খাতা দেখন হোস্টেলের গার্ড

ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র

আপডেট সময় ০৫:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

ব্রাজিল তাদের কোচের পদে নিয়োগ দিচ্ছে ঘরের ছেলেকেই। আবেল ফেরেইরা, জর্জ জেসুসসহ অনেকের নামই বাতাসে ভেসেছিল। কিন্তু ঐতিহ্য মেনে নিজের দেশের মানুষকেই কোচের পদে রাখছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো দরিভাল জুনিয়রই হচ্ছেন দেশটির নতুন কোচ।

টালমাটাল অবস্থায় বেশ কয়েকটা মাসই পার করেছে ব্রাজিল। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছে। সেকারণে ফিফার হুমকি এসেছে। আবার এই কাণ্ডের মাঝেই ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়েছেন কার্লো অ্যানচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন।

এতকিছুর পর অবশেষে খানিক স্বস্তির সুবাতাস বইছে নতুন করে দরিভাল জুনিয়রের নিয়োগের সংবাদে। দিনিজের বিদায়ের দিনেই দরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর গতকাল রোববার ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, সাও পাওলোর এই নেইমার–ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

দুই পক্ষের আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সাওপাওলোকে এজন্য দুই মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণও দেবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। তবে ব্রাজিলের জন্য আগামীকাল সোমবারই সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন দরিভাল। এমনকি নিজের ইন্সটাগ্রামে এরইমাঝে সাও পাওলোর ভক্তদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছেন তিনি।

ব্রাজিল ভক্তদের মধ্যে কিছুটা অচেনা হলেও দরিভাল নিজ দেশে একেবারেই অপরিচিত নন। গত ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। এবার শুরু হতে যাচ্ছে তার সেলেসাও অধ্যায়।