ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন Logo আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ,এক নারী সদস্য আটক Logo জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি Logo দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান Logo “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে নাট্যতরীর ‘মূকনাটক: জুলাই’ ও সেমিনার অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে জবিতে সমাপ্ত হলো জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ Logo জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে Logo ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতির অঙ্গীকার সিইসির Logo জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 294

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।