ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিক্ষোভে উত্তাল নেপাল: ‘নৈতিক কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ Logo শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান ঢাবি উপাচার্যের Logo বিক্ষোভে উত্তাল নেপাল : নিহত ১৯, কাঠমান্ডুতে কারফিউ Logo সন্ত্রা/সবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে Logo ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য Logo ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নেই কোনো শঙ্কা Logo এবার ভিপি প্রার্থী শামীমের পক্ষে ভোট চাইলেন আওয়ামীপন্থী অধ্যাপক আ ক ম জামাল Logo জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধির সাক্ষাৎ Logo “সরকারকে বলছি, শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না” Logo ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে আছেন যারা

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 337

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল নেপাল: ‘নৈতিক কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।