ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টঙ্গীতে নেই ভোটার উপ‌স্থি‌তি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 314

টঙ্গীতে নেই ভোটার উপ‌স্থি‌তি

রোববার সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও গাজীপু‌র-২ আসনের টঙ্গীর প্রায় ১০ কেন্দ্র ভোটার উপস্থিতি একদমই ছিলো না বললেই চলে।

রোববার টঙ্গী দত্তপাড়া নব‌দিগন্তস্কুল, দত্তপাড়া প্রাইমারী স্কুল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতাল, ম‌জিদা সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়, টি‌ডিএইচ সরকা‌রি প্রাথ‌মিক ‌বিদ‌্যালয়, শহীদ আহসান মাস্টার উচ্চ বিদ‌্যালয়, স‌ফিউ‌দ্দিন স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিন সকাল সাড়ে ৮টায় দত্তপাড়া নব‌দিগন্ত স্কুলে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারদের উপস্থিতি তেমন নেই। দুই একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন। সকাল থে‌কেই নৌকা ও ট্রাক প্রতীকের এজেন্টদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। তবে নৌকা প্রতী‌কের প্রার্থী জা‌হিদ আসান রা‌সে‌লের বা‌ড়ির কে‌ন্দ্রে ভোটার‌দের উপ‌স্থি‌তি সকাল থেকে কিছুটা দেখা গেছে।

গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ম‌তিউর রহমান ম‌তি ব‌লেন, গাজীপুর এক‌টি দ্বিতীয় গোপালগঞ্জ। এখা‌নে ভোটা‌রের উপ‌স্থি‌তির কম‌তি হ‌বে না। শীতকালের সকা‌ল এজন‌্য ভোটার একটু কম। ত‌বে ধীরে ধীরে ভোটারদের সংখ‌্যা বাড়‌বে।

জনপ্রিয় সংবাদ

সিলেটে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

টঙ্গীতে নেই ভোটার উপ‌স্থি‌তি

আপডেট সময় ১১:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

রোববার সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও গাজীপু‌র-২ আসনের টঙ্গীর প্রায় ১০ কেন্দ্র ভোটার উপস্থিতি একদমই ছিলো না বললেই চলে।

রোববার টঙ্গী দত্তপাড়া নব‌দিগন্তস্কুল, দত্তপাড়া প্রাইমারী স্কুল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতাল, ম‌জিদা সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়, টি‌ডিএইচ সরকা‌রি প্রাথ‌মিক ‌বিদ‌্যালয়, শহীদ আহসান মাস্টার উচ্চ বিদ‌্যালয়, স‌ফিউ‌দ্দিন স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিন সকাল সাড়ে ৮টায় দত্তপাড়া নব‌দিগন্ত স্কুলে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারদের উপস্থিতি তেমন নেই। দুই একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন। সকাল থে‌কেই নৌকা ও ট্রাক প্রতীকের এজেন্টদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। তবে নৌকা প্রতী‌কের প্রার্থী জা‌হিদ আসান রা‌সে‌লের বা‌ড়ির কে‌ন্দ্রে ভোটার‌দের উপ‌স্থি‌তি সকাল থেকে কিছুটা দেখা গেছে।

গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ম‌তিউর রহমান ম‌তি ব‌লেন, গাজীপুর এক‌টি দ্বিতীয় গোপালগঞ্জ। এখা‌নে ভোটা‌রের উপ‌স্থি‌তির কম‌তি হ‌বে না। শীতকালের সকা‌ল এজন‌্য ভোটার একটু কম। ত‌বে ধীরে ধীরে ভোটারদের সংখ‌্যা বাড়‌বে।