ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় গাজায় নিহত ১২২, মৃতের সংখ্যা বেড়ে ২২৭২২

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৬:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • 146

২৪ ঘণ্টায় গাজায় নিহত ১২২ মৃতের সংখ্যা বেড়ে ২২৭২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫৬ জন আহত হয়েছে। অবরুদ্ধ ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদারি গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে ১২টি গণহত্যা করেছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ১২২ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৭২২। এ ছাড়া আহত হয়েছে ৫৮ হাজার ১৬৬ জন।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

মাদারীপুরে আলোচিত সন্ত্রাসী ‘কোপা শামসু’ গ্রেপ্তার

২৪ ঘণ্টায় গাজায় নিহত ১২২, মৃতের সংখ্যা বেড়ে ২২৭২২

আপডেট সময় ০৬:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫৬ জন আহত হয়েছে। অবরুদ্ধ ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদারি গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে ১২টি গণহত্যা করেছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ১২২ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৭২২। এ ছাড়া আহত হয়েছে ৫৮ হাজার ১৬৬ জন।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।