ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানো আনন্দের: কাদের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • 140

কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানো আনন্দের: কাদের

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো কনওয়েলথ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে। বিষয়টি আনন্দের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি, এবার পাঠিয়েছে। এটি আমাদের জন্য আনন্দের খবর।’

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধিদল এসেছে। এটা লক্ষ করার মতো যে, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার কমনওয়েলথের ১০ জন পর্যবেক্ষকসহ ১৭ জন প্রতিনিধি এখানে এসেছেন এবং আমাদের একটা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।’

‘কমনওয়েলথ টিম আমাদের জানিয়েছে, বাংলাদেশ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের সঙ্গে এ আন্তর্জাতিক সংগঠনের খুব আন্তরিকতার সম্পর্ক।’

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে একমত, পৃথিবীর কোনো দেশে শতভাগ বা পারফেক্ট ডেমোক্রেসি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এবং দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে ৮২টি সংস্কার করেছে, তার একটি তালিকা আমরা কমনওয়েলথ টিমের নেতার কাছে হস্তান্তর করেছি।

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সংস্কারগুলোর গুরুত্ব ও প্রয়োজন কেন, তা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিস্তারিত জানানো হয়েছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংস্কারের কথা বলতে গিয়ে আমরা জানিয়েছি, বিগত ৩০ বছরে কোনো দেশের সরকারপ্রধান সেই দেশের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রাধিকার অন্য কোনো নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেননি। বাংলাদেশে শেখ হাসিনা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রধান ও অন্যান্য কমিশন নিয়োগে তার ক্ষমতা স্বেচ্ছায় একটি স্বাধীন ও নিরপেক্ষ সার্চ কমিটির কাছে হস্তান্তর করেছেন।

মাদারীপুরে আলোচিত সন্ত্রাসী ‘কোপা শামসু’ গ্রেপ্তার

কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানো আনন্দের: কাদের

আপডেট সময় ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো কনওয়েলথ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে। বিষয়টি আনন্দের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি, এবার পাঠিয়েছে। এটি আমাদের জন্য আনন্দের খবর।’

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধিদল এসেছে। এটা লক্ষ করার মতো যে, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার কমনওয়েলথের ১০ জন পর্যবেক্ষকসহ ১৭ জন প্রতিনিধি এখানে এসেছেন এবং আমাদের একটা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।’

‘কমনওয়েলথ টিম আমাদের জানিয়েছে, বাংলাদেশ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের সঙ্গে এ আন্তর্জাতিক সংগঠনের খুব আন্তরিকতার সম্পর্ক।’

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে একমত, পৃথিবীর কোনো দেশে শতভাগ বা পারফেক্ট ডেমোক্রেসি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এবং দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে ৮২টি সংস্কার করেছে, তার একটি তালিকা আমরা কমনওয়েলথ টিমের নেতার কাছে হস্তান্তর করেছি।

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সংস্কারগুলোর গুরুত্ব ও প্রয়োজন কেন, তা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিস্তারিত জানানো হয়েছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংস্কারের কথা বলতে গিয়ে আমরা জানিয়েছি, বিগত ৩০ বছরে কোনো দেশের সরকারপ্রধান সেই দেশের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রাধিকার অন্য কোনো নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেননি। বাংলাদেশে শেখ হাসিনা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রধান ও অন্যান্য কমিশন নিয়োগে তার ক্ষমতা স্বেচ্ছায় একটি স্বাধীন ও নিরপেক্ষ সার্চ কমিটির কাছে হস্তান্তর করেছেন।