ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে Logo ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের Logo আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব Logo অবশেষে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার দাবি Logo লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২ Logo “মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলন হত্যাকাণ্ড সহ ১৪ মামলার আসামী চাক্কু মিলন গ্রেফতার” Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • 264

ইরানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস

ইসলামিক স্টেট (আইএস) ইরানে জোড়া বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের ওই হামলায় বিষ্ফোরণে ৮৪ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হয়। তেহরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই ধরনের হামলা আর হয়নি। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সবচেয়ে রক্তক্ষয়ী এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, বুধবার দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান শহরের কবরস্থানে জড়ো হওয়া ভিড়ের মধ্যে দুই আইএস সদস্য বিস্ফোরণ ঘটিয়েছিল। এদিন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার সোলেইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের দক্ষিণ-পূর্বের নগরী কেরমানে তার কবরের পাশে বহু মানুষ জড়ো হয়েছিল

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, বুধবারের হামলার জন্য ইসলামিক স্টেট এর দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সন্দেহ নেই। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার কেরমানে সাংবাদিকদের বলেছেন, ‘সোলেইমানির সৈন্যদের হাতেই হামলাকারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধ নেওয়া হবে।

জোড়া বিস্ফোরণে নিহতদের দাফনের সময় ইরানি কর্তৃপক্ষ আজ শুক্রবার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ড কর্পস এই হামলাকে একটি কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবারের ঘটনার নিন্দা করেছেন এবং একে ‘জঘন্য ও অমানবিক অপরাধ’ বলে অভিহিত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বোমা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদও একটি বিবৃতিতে এই হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে নিন্দা এবং নিহতদের পরিবার ও ইরান সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা প্রাথমিকভাবে ১০৩ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। পরে ইরানি স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি নিহতের সংখ্যা সংশোধন করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় নিহতের সঠিক সংখ্যা ৯৫ জন’। তিনি বলেন, আগের সংখ্যা ১০৩ হওয়ার কারণ ছিল কিছু নাম ‘ভুল করে দুবার নিবন্ধিত হয়েছিল’। তবে বৃহস্পতিবার ইরানের জরুরি পরিষেবার প্রধান হামলায় নিহতের সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৮৪ জনে নামিয়ে আনেন।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

ইরানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

ইসলামিক স্টেট (আইএস) ইরানে জোড়া বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের ওই হামলায় বিষ্ফোরণে ৮৪ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হয়। তেহরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই ধরনের হামলা আর হয়নি। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সবচেয়ে রক্তক্ষয়ী এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, বুধবার দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান শহরের কবরস্থানে জড়ো হওয়া ভিড়ের মধ্যে দুই আইএস সদস্য বিস্ফোরণ ঘটিয়েছিল। এদিন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার সোলেইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের দক্ষিণ-পূর্বের নগরী কেরমানে তার কবরের পাশে বহু মানুষ জড়ো হয়েছিল

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, বুধবারের হামলার জন্য ইসলামিক স্টেট এর দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সন্দেহ নেই। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার কেরমানে সাংবাদিকদের বলেছেন, ‘সোলেইমানির সৈন্যদের হাতেই হামলাকারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধ নেওয়া হবে।

জোড়া বিস্ফোরণে নিহতদের দাফনের সময় ইরানি কর্তৃপক্ষ আজ শুক্রবার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ড কর্পস এই হামলাকে একটি কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবারের ঘটনার নিন্দা করেছেন এবং একে ‘জঘন্য ও অমানবিক অপরাধ’ বলে অভিহিত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বোমা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদও একটি বিবৃতিতে এই হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে নিন্দা এবং নিহতদের পরিবার ও ইরান সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা প্রাথমিকভাবে ১০৩ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। পরে ইরানি স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি নিহতের সংখ্যা সংশোধন করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় নিহতের সঠিক সংখ্যা ৯৫ জন’। তিনি বলেন, আগের সংখ্যা ১০৩ হওয়ার কারণ ছিল কিছু নাম ‘ভুল করে দুবার নিবন্ধিত হয়েছিল’। তবে বৃহস্পতিবার ইরানের জরুরি পরিষেবার প্রধান হামলায় নিহতের সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৮৪ জনে নামিয়ে আনেন।