ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢামেকের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 207

ঢামেকের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান দায়িত্ব বুঝে নিয়েছেন। নির্দেশনা অনুযায়ী তিনি বেশ কয়েকদিন আগে হাসপাতালে যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে একটি জাতীয় হাসপাতাল। এ হাসপাতালটি হচ্ছে রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য। ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। রোগীদের চিকিৎসার মান আরো কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা যারা এই হাসপাতালে আছি যেমন চিকিৎসক, নার্স, স্টাফসহ অন্যান্যরা সবারই একটাই উদ্দেশ্য রোগীদের উন্নত মানের সেবা ও চিকিৎসা দেওয়া।

তিনি আরো বলেন, রোগীদের চিকিৎসায় কোন অনিয়ম ও হাসপাতালে ভিতরে দালাল প্রবেশ এগুলা নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানান, হাসপাতালের রোগীদের চিকিৎসার কোন গাফলিতি যেন না হয়।
পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সর্বশেষে বিদায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢামেকের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান

আপডেট সময় ১০:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান দায়িত্ব বুঝে নিয়েছেন। নির্দেশনা অনুযায়ী তিনি বেশ কয়েকদিন আগে হাসপাতালে যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে একটি জাতীয় হাসপাতাল। এ হাসপাতালটি হচ্ছে রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য। ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। রোগীদের চিকিৎসার মান আরো কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা যারা এই হাসপাতালে আছি যেমন চিকিৎসক, নার্স, স্টাফসহ অন্যান্যরা সবারই একটাই উদ্দেশ্য রোগীদের উন্নত মানের সেবা ও চিকিৎসা দেওয়া।

তিনি আরো বলেন, রোগীদের চিকিৎসায় কোন অনিয়ম ও হাসপাতালে ভিতরে দালাল প্রবেশ এগুলা নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানান, হাসপাতালের রোগীদের চিকিৎসার কোন গাফলিতি যেন না হয়।
পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সর্বশেষে বিদায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ধন্যবাদ জানান।