ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা -২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন থেকে ১৫ দিনে বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করবে পিএসসি রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক ম্যানসিটি থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন গার্দিওলা শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারের সন্ধান মিলেছে , ‘প্রাণের অস্তিত্ব নেই’ টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি যে কারণে হয় মরণ ব্যাধি রোগ ক্যান্সার সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহযোগিতা প্রদান

কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ‘ভোট না দেওয়ার’ আহ্বান খুলনা বিএনপির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 239

কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ‘ভোট না দেওয়ার’ আহ্বান খুলনা বিএনপির

কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ‘কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার’ আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বুধবার (৩ জানুয়ারি) খুলনা শহরের টুটপাড়া কবরস্থান জিয়ারতের সময় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করান মহানগর বিএনপি নেতা-কর্মীরা। পরে টুটপাড়ার দিলখোলা সড়কে এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, “এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এজন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে এসে ভোট না দেন, – সেজন্য তাদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করা হয়েছে।”

তারা আরও বলেন, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তা। ইহজগৎ ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সঙ্গে তামাশা করা হয়, এদের প্রতিহত করতে হবে।

শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন প্রমুখ

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা -২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ‘ভোট না দেওয়ার’ আহ্বান খুলনা বিএনপির

আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ‘কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার’ আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বুধবার (৩ জানুয়ারি) খুলনা শহরের টুটপাড়া কবরস্থান জিয়ারতের সময় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করান মহানগর বিএনপি নেতা-কর্মীরা। পরে টুটপাড়ার দিলখোলা সড়কে এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, “এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এজন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে এসে ভোট না দেন, – সেজন্য তাদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করা হয়েছে।”

তারা আরও বলেন, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তা। ইহজগৎ ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সঙ্গে তামাশা করা হয়, এদের প্রতিহত করতে হবে।

শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন প্রমুখ