ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

নির্বাচন নিয়ে চায়ের দোকানে বসে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জানুয়ারী) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

আপডেট সময় ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

নির্বাচন নিয়ে চায়ের দোকানে বসে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জানুয়ারী) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।