নির্বাচন নিয়ে চায়ের দোকানে বসে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জানুয়ারী) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন।
জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।