ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

নির্বাচন নিয়ে চায়ের দোকানে বসে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জানুয়ারী) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

চাঁদপুরে নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

আপডেট সময় ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

নির্বাচন নিয়ে চায়ের দোকানে বসে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জানুয়ারী) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।