দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিরোধী দলের নেতাকে ছুরিকাঘাত করেছে এক হামলাকারী। স্থানীয় সময় আজ মঙ্গল দেশটির দক্ষিণের বন্দর শহর বুসানে এক সংবাদ সম্মেলনে তাঁকে ছুরিকাঘাত করে ওই হামলাকারী। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। রাজনৈতিক বিরোধী দলের নেতা লি জায়ে-মিউংকে ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
হামলার প্রায় ২০ মিনিট পর লিকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি তখনও সচেতন ছিলেন ইয়োনহাপের সংবাদে বলা হয়েছে। ঘটনাস্থল থেকে পুরুষ হামলাকারীকে আটক করা হয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর বয়স ৫০ বা ৬০-এর মধ্যে।
প্রথমে হামলাকারী লির কাছে গিয়ে অটোগ্রাফ চান এবং হঠাৎ তাঁকে ছুরিকাঘাত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, লি ভিড়ের মধ্যে মাটিতে পড়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন মিলে আক্রমণকারীকে আটকানোর চেষ্টা করছেন। ঘটনার পরের ছবিতে লিকে চোখ বন্ধ করে মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। একজন তাঁর ঘাড়ের পাশে রুমাল চেপে আছেন।
৫৯ বছর বয়সী লি জায়ে-মিউং দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন তবে, ২০২৪ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে মাত্র ০.৭৩ শতাংশ ভোটের ব্যবধানে হেরে যান। এরপরেই লিকে দুর্নীতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউটররা অভিযোগ করেন, লি সিউলের দক্ষিণের শহর সিওংনামের মেয়র থাকাকালীন একটি বেসরকারী ডেভেলপারদের একটি প্রকল্প থেকে অবৈধভাবে অর্থ লাভ করার অনুমোদন দিয়েছিলেন।
লি এই অভিযোগ অস্বীকার করে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। গত বছরের সেপ্টেম্বরে অভিযোগের বিচারের অপেক্ষায় থাকাকালীন, তাঁকে হেফাজতে রাখার জন্য প্রসিকিউশনের একটি অনুরোধ খারিজ করে দেন আদালত। এখনও তাঁর বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন দুর্নীতির সঙ্গে যুক্ত আরো কয়েকটি মামলার তদন্ত চলছে।