নতুন বছরের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, রাশিয়ার সেনা ন্যায়ের জন্য লড়ছে। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না। তিনি বলেছেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি যে, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘২০২৪ আমাদের পরিবারের বছর হবে।’
পুতিন জানিয়েছেন, ‘যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্য়ের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত। আমরা সবসময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।’
টেলিভিশনে এই ভাষণ প্রচারিত হয়েছে রাশিয়ার ১১টি টাইমজোনে যখন ঠিক মধ্যরাত্রি হয়েছে, তখন। সোভিয়েত আমলে ব্রেজনেভ এই রীতি চালু করেছিলেন।