ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 562

বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট

বিশ্বকাপ উপলক্ষে দলের নিয়মিত ছয় খেলোয়াড় বিশ্রামে থাকলেও মুস্তাফিজুর রহমান খেলছেন নিউজিল্যান্ড সিরিজে। দলে তার অবস্থানটা নড়বড়ে। তাই এই সিরিজটা নিজেকে প্রমাণের মঞ্চ। প্রথম ওয়ানডেতে কাজটা বেশ ভালোভাবেই করছেন দ্য ফিজ।

মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুই দিক থেকে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব পেস আক্রমণ শুরু করেন। ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে। তখন কিউইদের সংগ্রহ ৯ রান। দুই ঘণ্টার বেশি সময় ম্যাচ বন্ধ থাকার পর কর্তিত ৪২ ওভারে খেলা পুনরায় মাঠে গড়ায়।

সপ্তম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু দেন মুস্তাফিজ। তার একটি লেন্থ বলে ফিন অ্যালেনের (৯) দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান। ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি ওভারে এসে আবারও মাতান ফিজ-নুরুল জুটি। আবারও মুস্তাফিজের করা লেন্থ বলে চ্যাড বোয়েস (১) ক্যাচ তুলে দেন নুরুলের গ্লাভসে। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেট পতন।

জনপ্রিয় সংবাদ

আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট

আপডেট সময় ০৫:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপ উপলক্ষে দলের নিয়মিত ছয় খেলোয়াড় বিশ্রামে থাকলেও মুস্তাফিজুর রহমান খেলছেন নিউজিল্যান্ড সিরিজে। দলে তার অবস্থানটা নড়বড়ে। তাই এই সিরিজটা নিজেকে প্রমাণের মঞ্চ। প্রথম ওয়ানডেতে কাজটা বেশ ভালোভাবেই করছেন দ্য ফিজ।

মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুই দিক থেকে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব পেস আক্রমণ শুরু করেন। ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে। তখন কিউইদের সংগ্রহ ৯ রান। দুই ঘণ্টার বেশি সময় ম্যাচ বন্ধ থাকার পর কর্তিত ৪২ ওভারে খেলা পুনরায় মাঠে গড়ায়।

সপ্তম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু দেন মুস্তাফিজ। তার একটি লেন্থ বলে ফিন অ্যালেনের (৯) দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান। ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি ওভারে এসে আবারও মাতান ফিজ-নুরুল জুটি। আবারও মুস্তাফিজের করা লেন্থ বলে চ্যাড বোয়েস (১) ক্যাচ তুলে দেন নুরুলের গ্লাভসে। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেট পতন।