ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান Logo মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Logo নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Logo জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক হাসনাত আবদুল্লাহর Logo ‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’প্রশ্ন সাদিক কায়েমর Logo যমুনার সামনে রাতে শিবির মাঠে নামায় পাল্টে যায় দৃশ্যপট Logo সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে Logo স্ক্রিনশট স্ক্যান করেই লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ Logo ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’:যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে খেলতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিহত পুলিশ কর্মকর্তা

রাজবাড়ীর গোয়ালন্দে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা গেছেন পুলিশের গোয়েন্দা (ডিএসবি) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী (৫৯)।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা মাঠে এ ঘটনা ঘটে।

এসআই মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামে। এ বছরের মার্চে চাকরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গতকাল রাত ৯টার দিকে মনিরুজ্জামান মুন্সী থানা-পুলিশের আরও তিনজনের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। বিপরীত পক্ষের ছোড়া শাটল ঠেকাতে গিয়ে পেছনের ঘুরতেই পা ফসকে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। সহকর্মীদের চিৎকার শুনে পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ দৌড়ে মাঠে গিয়ে এমন অবস্থা দেখে দ্রুত মনিরুজ্জামানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা মনিরুজ্জামান মুন্সীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ডিএসবির দারোগাকে হাসপাতালে আনা হয়। এ সময় প্রাথমিক পরীক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে পুলিশ লাইনস জামে মসজিদে মনিরুজ্জামান মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে দিবাগত রাত ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

গোয়ালন্দে খেলতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা গেছেন পুলিশের গোয়েন্দা (ডিএসবি) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী (৫৯)।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা মাঠে এ ঘটনা ঘটে।

এসআই মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামে। এ বছরের মার্চে চাকরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গতকাল রাত ৯টার দিকে মনিরুজ্জামান মুন্সী থানা-পুলিশের আরও তিনজনের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। বিপরীত পক্ষের ছোড়া শাটল ঠেকাতে গিয়ে পেছনের ঘুরতেই পা ফসকে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। সহকর্মীদের চিৎকার শুনে পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ দৌড়ে মাঠে গিয়ে এমন অবস্থা দেখে দ্রুত মনিরুজ্জামানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা মনিরুজ্জামান মুন্সীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ডিএসবির দারোগাকে হাসপাতালে আনা হয়। এ সময় প্রাথমিক পরীক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে পুলিশ লাইনস জামে মসজিদে মনিরুজ্জামান মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে দিবাগত রাত ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।