ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার

গত বছরের অ্যাশেজেই ওয়ার্নার জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। তবে তার বিদায় টেস্টের আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অজি ওপেনার।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করেন। ফলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালটি-ই ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল।

সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

তবে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার এটাও জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী খুন

ওয়ানডেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার

আপডেট সময় ১২:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

গত বছরের অ্যাশেজেই ওয়ার্নার জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। তবে তার বিদায় টেস্টের আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অজি ওপেনার।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করেন। ফলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালটি-ই ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল।

সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

তবে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার এটাও জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।