দাগনভূঞায় নব উত্তরণ খেলাঘর আসর কর্তৃক আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষা ২০২৩ ইং এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দুধমুখা বাজারে নব উত্তরণ খেলাঘর আসর ক্লাবে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক শেখ তাজ উদ্দিন।
খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৃত্তি পরিক্ষার পৃষ্ঠপোষক শহীদ উল্যাহ,শেখ রেজাউল হক, রুহুল আমিন পাঠান, সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সস্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক খিজির আহমেদ পলাশ, সহ- বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক রফিক উল্যাহ শিকদার, খেলাঘর আসরের সভাপতি মো. ছালেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল প্রমুখ।
ফেনী ও নোয়াখালী জেলার ৩য় থেকে ৮ম শ্রেনী পর্যন্ত প্রায় ৪৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃত্তি পরিক্ষায় প্রতি ক্লাশে মেধা তালিকায় ২০ ও সাধারণ গ্রেডে ১৫ জন করে ১৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।