ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

মাহিয়া মাহির কার্যালয়ে আগুন

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত দুইটার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

আগুনের ঘটনায় কাউকে শনাক্ত না করা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আজ রোববার বেলা আড়াইটা পর্যন্ত মাহিয়া মাহি থানায় কোনো অভিযোগ দেননি। মাহি তার বক্তব্যে সরাসরি কাউকে দায়ীও করেননি।

আজ সকালে মাহি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আগুনের ঘটনা জানান। সেখানে তিনি লেখেন, ‘গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল অফিসে গতকাল রাত ২টায় আগুন দিয়েছে।’

এরপর দুপুরে গোদাগাড়ীতে প্রচারণাকালে সাংবাদিকদের মাহিয়া মাহি বলেন, ‘আগের রাতে তারা আমার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে। এই ঘটনা আমি প্রশাসনকে অবহিত করেছি। ওই ঘটনার রেশ ধরেই গতকাল রাতে আমার অফিসে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার পরই এলাকার লোকজন এসে আগুন নিভিয়েছেন। নয়তো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। পাশের বাড়িতেও আগুন লাগতে পারত। যদিও অফিসের বেশ কিছু ক্ষতি হয়েছে।’

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আজ বেলা আড়াইটা পর্যন্ত মামলা করার জন্য কেউ আসেননি। স্বতন্ত্র প্রার্থী মামলা করবেন বলে পুলিশকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

মাহিয়া মাহির কার্যালয়ে আগুন

আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত দুইটার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

আগুনের ঘটনায় কাউকে শনাক্ত না করা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আজ রোববার বেলা আড়াইটা পর্যন্ত মাহিয়া মাহি থানায় কোনো অভিযোগ দেননি। মাহি তার বক্তব্যে সরাসরি কাউকে দায়ীও করেননি।

আজ সকালে মাহি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আগুনের ঘটনা জানান। সেখানে তিনি লেখেন, ‘গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল অফিসে গতকাল রাত ২টায় আগুন দিয়েছে।’

এরপর দুপুরে গোদাগাড়ীতে প্রচারণাকালে সাংবাদিকদের মাহিয়া মাহি বলেন, ‘আগের রাতে তারা আমার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে। এই ঘটনা আমি প্রশাসনকে অবহিত করেছি। ওই ঘটনার রেশ ধরেই গতকাল রাতে আমার অফিসে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার পরই এলাকার লোকজন এসে আগুন নিভিয়েছেন। নয়তো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। পাশের বাড়িতেও আগুন লাগতে পারত। যদিও অফিসের বেশ কিছু ক্ষতি হয়েছে।’

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আজ বেলা আড়াইটা পর্যন্ত মামলা করার জন্য কেউ আসেননি। স্বতন্ত্র প্রার্থী মামলা করবেন বলে পুলিশকে জানানো হয়েছে।