ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে অর্ধশত ঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের একটি বসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে ক্যাম্পের ৫০টি ঘর পুড়ে যায়।

আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ৫০টির মতো ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ননের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর। তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি আগুন কিভাবে ছড়াল? এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে। নিরাপত্তার স্বার্থে এখানে আমাদের অবস্থান সবসময় অনড়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে।

ট্যাগস :

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আইন উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্পে অর্ধশত ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১২:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের একটি বসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে ক্যাম্পের ৫০টি ঘর পুড়ে যায়।

আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ৫০টির মতো ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ননের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর। তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি আগুন কিভাবে ছড়াল? এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে। নিরাপত্তার স্বার্থে এখানে আমাদের অবস্থান সবসময় অনড়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে।