ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসে আবেদন শেষ আজ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 247

৪৬তম বিসিএসে আবেদন শেষ আজ

৪৬তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। আগ্রহী চাকরিপ্রার্থীরা রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সে হিসাবে সময় রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা।

পিএসসি সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ৪৬তম বিসিএসে আবেদন পড়েছে ২ লাখ ৪০ হাজার ৯৮৩টি। আবেদন শেষের পর টেলিটক আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে। এদিকে, এবার আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘সময় বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। কেউ সময় বাড়ানোর জন্য আবেদনও করেননি। আগ্রহীদের যথেষ্ট আবেদন পড়েছে। এক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ নেই। গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের হিসাবে গত ১০টি বিসিএসের মধ্যে এটি রেকর্ড।

এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

এবার বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস ক্যাডারে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। আবেদন শেষে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

৪৬তম বিসিএসে আবেদন শেষ আজ

আপডেট সময় ১২:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

৪৬তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। আগ্রহী চাকরিপ্রার্থীরা রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সে হিসাবে সময় রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা।

পিএসসি সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ৪৬তম বিসিএসে আবেদন পড়েছে ২ লাখ ৪০ হাজার ৯৮৩টি। আবেদন শেষের পর টেলিটক আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে। এদিকে, এবার আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘সময় বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। কেউ সময় বাড়ানোর জন্য আবেদনও করেননি। আগ্রহীদের যথেষ্ট আবেদন পড়েছে। এক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ নেই। গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের হিসাবে গত ১০টি বিসিএসের মধ্যে এটি রেকর্ড।

এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

এবার বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস ক্যাডারে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। আবেদন শেষে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।