ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোট কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব Logo চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত

বৃষ্টি আইনে হেরে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 301

বৃষ্টি আইনে হেরে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

ইতিহাসের হাতছানি নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডে যেকোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের সামনে ছিল সফরকারীরা। তবে বাংলাদেশের এই আশা পূরণ হয়নি। শেষ ম্যাচ হেরে সিরিজ জেতা হয়নি নাজমুল হোসেন শান্তর দলের।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আর খেলা না হওয়ায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে কিউইরা। অর্থ্যৎ তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে শেষ করল স্বাগতিকরা। অথচ মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ।

এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮.৩ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। টিম সেইফার্টকে উইকেটকিপার রনি তালুকদারের স্টাম্পিংয়ে ফেরান তিনি। এরপর ডেরিল মিচেলও মেহেদীর শিকারে পরিণত হন।

২৬ রানে তখন ২ উইকেট নিউজিল্যান্ডের। এরপর দ্রুতই ২৫ রানের মধ্যে বাংলাদেশ আরো তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে।
পরের তিন উইকেটের দুটি নিয়েছেন শরিফুল। দুর্দান্ত দুটিতে ডেলিভারিতে গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেনকে ফিরিয়েছেন তিনি। মাঝে রান নিতে গিয়ে অ্যালেনের সঙ্গে সংঘর্ষে রানআউট হয়েছেন মার্ক চ্যাপম্যান।

তবে নিউজিল্যান্ডকে ম্যাচে রাখেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও জেমস নিশাম। দুজনের অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিই নিউজিল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা রেখেছে। নিশাম ২৮ ও স্যান্টনার ১৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। একজন ব্যাটারও ইনিংস টেনে নিতে পারেননি। শুরু করে ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেনরা। সর্বোচ্চ ১৭ রান এসেছে নাজমুলের ব্যাট থেকে। আফিফ ১৪ ও তাওহিদ ১৬ রান করেছেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, মিলনে ও সিয়ার্স।

 

জনপ্রিয় সংবাদ

ভোট কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

বৃষ্টি আইনে হেরে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

আপডেট সময় ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ইতিহাসের হাতছানি নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডে যেকোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের সামনে ছিল সফরকারীরা। তবে বাংলাদেশের এই আশা পূরণ হয়নি। শেষ ম্যাচ হেরে সিরিজ জেতা হয়নি নাজমুল হোসেন শান্তর দলের।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আর খেলা না হওয়ায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে কিউইরা। অর্থ্যৎ তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে শেষ করল স্বাগতিকরা। অথচ মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ।

এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮.৩ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। টিম সেইফার্টকে উইকেটকিপার রনি তালুকদারের স্টাম্পিংয়ে ফেরান তিনি। এরপর ডেরিল মিচেলও মেহেদীর শিকারে পরিণত হন।

২৬ রানে তখন ২ উইকেট নিউজিল্যান্ডের। এরপর দ্রুতই ২৫ রানের মধ্যে বাংলাদেশ আরো তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে।
পরের তিন উইকেটের দুটি নিয়েছেন শরিফুল। দুর্দান্ত দুটিতে ডেলিভারিতে গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেনকে ফিরিয়েছেন তিনি। মাঝে রান নিতে গিয়ে অ্যালেনের সঙ্গে সংঘর্ষে রানআউট হয়েছেন মার্ক চ্যাপম্যান।

তবে নিউজিল্যান্ডকে ম্যাচে রাখেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও জেমস নিশাম। দুজনের অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিই নিউজিল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা রেখেছে। নিশাম ২৮ ও স্যান্টনার ১৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। একজন ব্যাটারও ইনিংস টেনে নিতে পারেননি। শুরু করে ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেনরা। সর্বোচ্চ ১৭ রান এসেছে নাজমুলের ব্যাট থেকে। আফিফ ১৪ ও তাওহিদ ১৬ রান করেছেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, মিলনে ও সিয়ার্স।