ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় নেতাকর্মীরা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 123

খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় নেতাকর্মীরা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা কোটালীপাড়া উপজেলা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, মোটরসাইকেল, ইজিবাইক ও টমটম নিয়ে পৌর বাস টার্মিনাল, সিকিরবাজার হাই স্কুল মাঠ ও মতির মোড়ে জড়ো হয়েছেন। সেখান থেকে ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আজকের জনসভায় নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচলের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পশ্চিমপাড়-কান্দি সড়কে যান চলাচন বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ জনসভা। এতে সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য দেবেন।

এখন স্থানীয় ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। ২০১৮ সালে নির্বাচনী জনসভায় এই কলেজ মাঠে ভাষণ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জনপ্রিয় সংবাদ

শাজাহান খানের চাঁদাবাজি নিয়ে নতুন ‘গোমর’ ফাঁস

খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় নেতাকর্মীরা

আপডেট সময় ১২:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা কোটালীপাড়া উপজেলা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, মোটরসাইকেল, ইজিবাইক ও টমটম নিয়ে পৌর বাস টার্মিনাল, সিকিরবাজার হাই স্কুল মাঠ ও মতির মোড়ে জড়ো হয়েছেন। সেখান থেকে ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আজকের জনসভায় নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচলের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পশ্চিমপাড়-কান্দি সড়কে যান চলাচন বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ জনসভা। এতে সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য দেবেন।

এখন স্থানীয় ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। ২০১৮ সালে নির্বাচনী জনসভায় এই কলেজ মাঠে ভাষণ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।