ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি Logo আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ Logo যেভাবে দেখবেন এসএসসির পুনঃর্নিরীক্ষণের ফল Logo পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo প্রথম বারের মত শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন Logo রাজধানীর নিউ মার্কেট থেকে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার

বিএনপির আন্দোলন পল্টনের ছাদ থেকে পড়ে গেছে: কাদের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 423

বিএনপির আন্দোলন পল্টনের ছাদ থেকে পড়ে গেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা ভুয়া, বিএনপির হরতাল-অবরোধ ভুয়া। অনলাইনে তাদের এ আন্দোলন কর্মসূচি পল্টনের ছাদ থেকে পড়ে গেছে। তারা এখন কোথাও নেই। সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে।

আজ শুক্রবার বরিশাল জেলা-মহানগর আয়োজিত জনসভায় কাদের এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানাও উপস্থিত আছেন। বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। সাথে সাথে উপস্থিত জনতা তার সঙ্গে বলা শুরু করেন ৭ জানুয়ারি খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি পালিয়েছে। নির্বাচনী মাঠে তারা লাল কার্ড খেয়েছে। বিএনপি-জামায়াত ভেবেছিল শেখ হাসিনা তাদের আন্দোলনের হুমকি-ধামকিতে ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা বিএনপি-জামায়াতের নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর এই উন্নয়নে সাড়া দিয়ে ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় করবেন বাংলাদেশের মানুষ।

এর আগে দুপুর পৌনে একটায় পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। এদিকে জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের

বিএনপির আন্দোলন পল্টনের ছাদ থেকে পড়ে গেছে: কাদের

আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা ভুয়া, বিএনপির হরতাল-অবরোধ ভুয়া। অনলাইনে তাদের এ আন্দোলন কর্মসূচি পল্টনের ছাদ থেকে পড়ে গেছে। তারা এখন কোথাও নেই। সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে।

আজ শুক্রবার বরিশাল জেলা-মহানগর আয়োজিত জনসভায় কাদের এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানাও উপস্থিত আছেন। বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। সাথে সাথে উপস্থিত জনতা তার সঙ্গে বলা শুরু করেন ৭ জানুয়ারি খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি পালিয়েছে। নির্বাচনী মাঠে তারা লাল কার্ড খেয়েছে। বিএনপি-জামায়াত ভেবেছিল শেখ হাসিনা তাদের আন্দোলনের হুমকি-ধামকিতে ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা বিএনপি-জামায়াতের নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর এই উন্নয়নে সাড়া দিয়ে ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় করবেন বাংলাদেশের মানুষ।

এর আগে দুপুর পৌনে একটায় পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। এদিকে জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।