ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০২:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 252

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়াইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

রাতভর ইউক্রেনে ব্যাপক রুশ হামলা হয়েছে। দেশটির বেশ কয়েকটি শহরে এই হামলা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে কিয়েভ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক, খারকিভ এবং লভিভ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়া দেশজুড়ে বেশ কয়েকজন আহত হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন অধিকৃত ক্রিমিয়ান বন্দর ফিওডোসিয়ায় একটি রুশ যুদ্ধজাহাজে আঘাত হানার কয়েক দিন পরই এই হামলা শুরু হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, রাজধানীতে বিমান প্রতিরক্ষাব্যবস্থা হামলা প্রতিহত করার জন্য কাজ করছে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেছেন, শহরটিতে ধারাবাহিক হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণে ওডেসার মেয়র জানান, একটি ভবনে বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত করে, এরপর ভবনে আগুন লেগে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ আন্দ্রি সাদোভির মেয়র বলেছেন, শহরে অন্তত দুটি হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সর্বশেষ অনুমোদিত ২৫০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়েছে। এর এক দিন পরেই রুশ হামলা হয়।

টেলিগ্রামে ইউক্রেন প্রেসিডেন্টের সাহায্যকারী আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢালকে শক্তিশালী করার জন্য সব কিছু করছি। কিন্তু বিশ্বকে নজর রাখতে হবে। কারণ এই সন্ত্রাস বন্ধ করতে আমাদের আরো সমর্থন এবং শক্তি প্রয়োজন।’

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

আপডেট সময় ০২:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

রাতভর ইউক্রেনে ব্যাপক রুশ হামলা হয়েছে। দেশটির বেশ কয়েকটি শহরে এই হামলা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে কিয়েভ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক, খারকিভ এবং লভিভ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়া দেশজুড়ে বেশ কয়েকজন আহত হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন অধিকৃত ক্রিমিয়ান বন্দর ফিওডোসিয়ায় একটি রুশ যুদ্ধজাহাজে আঘাত হানার কয়েক দিন পরই এই হামলা শুরু হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, রাজধানীতে বিমান প্রতিরক্ষাব্যবস্থা হামলা প্রতিহত করার জন্য কাজ করছে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেছেন, শহরটিতে ধারাবাহিক হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণে ওডেসার মেয়র জানান, একটি ভবনে বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত করে, এরপর ভবনে আগুন লেগে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ আন্দ্রি সাদোভির মেয়র বলেছেন, শহরে অন্তত দুটি হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সর্বশেষ অনুমোদিত ২৫০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়েছে। এর এক দিন পরেই রুশ হামলা হয়।

টেলিগ্রামে ইউক্রেন প্রেসিডেন্টের সাহায্যকারী আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢালকে শক্তিশালী করার জন্য সব কিছু করছি। কিন্তু বিশ্বকে নজর রাখতে হবে। কারণ এই সন্ত্রাস বন্ধ করতে আমাদের আরো সমর্থন এবং শক্তি প্রয়োজন।’