ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়া

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 329

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মুখপাত্র নুগ্রাহা গুমিলার বলেছেন, সুমাত্রার অদূরে ওয়েহ দ্বীপের কাছে কাঠের নৌকাটির দেখা মেলে।

বলা হয়েছে ইন্দোনেশিয়ার জলসীমার বাইরে থাকা অবস্থায় নৌকাটিকে নজরদারিতে রাখা হয়। মনে করা হয় এটিতে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুরা রয়েছেন।

নুগরা বলেন, নৌকায় কতজন রোহিঙ্গা ছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এবিষয়ের তদন্তভার রাজনৈতিক, আইনি ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়কারী মন্ত্রণালয়ের পাঠিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনসিএইচআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এক হাজার পাঁচশ জনেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এতে ইন্দোনেশিয়ার স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

গত বুধবার অচেহ প্রদেশের রাজধানীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া একটি কনভেনশন সেন্টার ঘিরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে। রোহিঙ্গাদের নির্বাসনের দাবি করা হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা শরণার্থীদের ওপর হামলার ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

 

জনপ্রিয় সংবাদ

বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়া

আপডেট সময় ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মুখপাত্র নুগ্রাহা গুমিলার বলেছেন, সুমাত্রার অদূরে ওয়েহ দ্বীপের কাছে কাঠের নৌকাটির দেখা মেলে।

বলা হয়েছে ইন্দোনেশিয়ার জলসীমার বাইরে থাকা অবস্থায় নৌকাটিকে নজরদারিতে রাখা হয়। মনে করা হয় এটিতে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুরা রয়েছেন।

নুগরা বলেন, নৌকায় কতজন রোহিঙ্গা ছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এবিষয়ের তদন্তভার রাজনৈতিক, আইনি ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়কারী মন্ত্রণালয়ের পাঠিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনসিএইচআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এক হাজার পাঁচশ জনেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এতে ইন্দোনেশিয়ার স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

গত বুধবার অচেহ প্রদেশের রাজধানীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া একটি কনভেনশন সেন্টার ঘিরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে। রোহিঙ্গাদের নির্বাসনের দাবি করা হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা শরণার্থীদের ওপর হামলার ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।