ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

রূপগঞ্জে নির্বাচনি প্রচারণায় টাকা বিতরণ, ভাইরাল ভিডিও

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 417

রূপগঞ্জে নির্বাচনি প্রচারণায় টাকা বিতরণ, ভাইরাল ভিডিও

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারণার সময়ে এক ইউপি চেয়ারম্যানের প্রকাশ্যে টাকা বিতরণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে টাকা বিতরণ করতে দেখা গেছে। সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। তার পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনি প্রতীক ‘কেটলি’র পক্ষে স্লোগান দিচ্ছেন। এ সময় নুরুল ইসলামকে টাকা বিতরণ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের নির্বাচনি প্রচারণা করেন ওই ইউপি চেয়ারম্যান। ওই সময়ে তাদের সমর্থক অনেকেই প্রচারণার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা ও মিটিং করার সময় আমিসহ কর্মীরা চা পান করেন। কিন্তু সেই চায়ের বিল দিতে ভুলে যাই। পরে মনে পড়লে ওই ব্যক্তিকে চায়ের বিল দিয়েছি, ৫০০ টাকার দুটি নোট দিয়েছি।’

নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করেননি দাবি করে তিনি বলেন, ‘আমি কাউকে বান্ডিলে বান্ডিলে টাকা দেইনি। এটা নির্বাচনি কোনও টাকা বিতরণ নয়।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ওই ব্যক্তি আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কিনা সেটা দেখার বিষয় আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কি না সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে আমি নির্বাচন করি না।’

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

রূপগঞ্জে নির্বাচনি প্রচারণায় টাকা বিতরণ, ভাইরাল ভিডিও

আপডেট সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারণার সময়ে এক ইউপি চেয়ারম্যানের প্রকাশ্যে টাকা বিতরণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে টাকা বিতরণ করতে দেখা গেছে। সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। তার পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনি প্রতীক ‘কেটলি’র পক্ষে স্লোগান দিচ্ছেন। এ সময় নুরুল ইসলামকে টাকা বিতরণ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের নির্বাচনি প্রচারণা করেন ওই ইউপি চেয়ারম্যান। ওই সময়ে তাদের সমর্থক অনেকেই প্রচারণার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা ও মিটিং করার সময় আমিসহ কর্মীরা চা পান করেন। কিন্তু সেই চায়ের বিল দিতে ভুলে যাই। পরে মনে পড়লে ওই ব্যক্তিকে চায়ের বিল দিয়েছি, ৫০০ টাকার দুটি নোট দিয়েছি।’

নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করেননি দাবি করে তিনি বলেন, ‘আমি কাউকে বান্ডিলে বান্ডিলে টাকা দেইনি। এটা নির্বাচনি কোনও টাকা বিতরণ নয়।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ওই ব্যক্তি আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কিনা সেটা দেখার বিষয় আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কি না সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে আমি নির্বাচন করি না।’