ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই ঘোষণাপত্রে থাকছে কী, সাংবিধানিক ভিত্তি নিয়ে মতবিরোধ কেটেছে? Logo চার বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা Logo তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ Logo তিস্তার পানি বিপৎসীমার ওপরে-নিম্নাঞ্চলে ঢুকছে পানি Logo সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে তীব্র যানজট Logo খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণ নিহত পাঁচ Logo গাজায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল Logo প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন, হাতে ছিলো না হাতকড়া Logo জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব Logo জামায়াতে আমিরের রোগমুক্তি কামনায় কুমারখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর যুবতীর

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে সাবেক প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে দিলেন পুলিশে খবর। আর এ কাজে ওই যুবতীকে সহায়তা করলেন বর্তমান প্রেমিক। কিন্তু শেষে সত্যটা ফাঁস হওয়ায় উল্টো বিপদে পড়দে হয়েছে ওই যুবতীকে। আটক করা হয়েছে ওই যুবতী, তার প্রেমিকসহ ৬ জনকে।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সঙ্গীর সাথে ষড়যন্ত্র করে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার গাড়িতে গাঁজা রেখে দিয়েছিলেন হায়দরাবাদের এক নারী। পরে এক মামলায় ওই দম্পতি ও তাদের চার বন্ধুসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, অভিযুক্ত ওই যুবতীর নাম অধোক্ষজা। তিনি তার বর্তমান প্রেমিক দীপকের সাথে মিলে সাবেক প্রেমিক শ্রাবণকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা শ্রাবণের গাড়িতে গাঁজা রেখে দেওয়ার পরিকল্পনা করে এবং পরে পুলিশকে খবর দেয়। তাদের চার বন্ধু অধোক্ষজা ও দীপককে এই পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা করে।

সংবাদমাধ্যম বলছে, ওই যুবতীর সঙ্গে শ্রাবণ নামের ওই যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপক নামক আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর। কিন্তু মন থেকে মুছে যায়নি শ্রাবণ।

বিশেষ করে তার সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি অধোক্ষজা। আর সেই অপমানের প্রতিশোধ নিতেই শ্রাবণকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষেন ওই যুবতী। এই পরিকল্পনায় তাকে সহায়তা করে বর্তমান প্রেমিকসহ চার বন্ধু।

পরিকল্পনা অনুযায়ী গত সোমবার অধোক্ষজা শ্রাবণের সঙ্গে যোগাযোগ করে এবং অতীত ভুলে নতুন করে বন্ধুত্ব শুরুর প্রস্তাব দেয়। একপর্যায়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে শ্রাবণকে। পার্কের সামনে পৌঁছাতেই শ্রাবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু।

অধোক্ষজা গাড়িতে কথায় কথায় ব্যস্ত রাখে শ্রাবণকে। এই ফাঁকে গাড়ির সিটের নিচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা। পরে তারা গাড়ি থেকে নেমে যান। আর এরপর অধোক্ষজা সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ করেন, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল। শ্রাবণের গাড়ির নম্বরও দেন।

এদিকে সকলের একসঙ্গে আসা এবং অধোক্ষজার এলোমেলো কথাতেই সন্দেহ হয় ওই যুবকের। গাড়িতে ভালোভাবে খোঁজাখুঁজি করতেই সাজানো গাঁজার প্যাকেট উদ্ধার করেন তিনি। এরপরে আর বুঝতে সমস্যা হয়নি। সঙ্গে সঙ্গে শ্রাবণও জুবিলি হিলস থানায় যান এবং গোটা ঘটনা খুলে বলেন।

এরপরে মঙ্গলবার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং জানতে পারে, ওই যুবতী তার প্রেমিক এবং বন্ধুদের সাথে নিয়ে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। পুলিশ মঙ্গলবার ওই যুবতী, তার বয়ফ্রেন্ড ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করে। আর তখনই সত্যিটা পরিষ্কার হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানায়, সম্পর্কে থাকাকালীন শ্রাবণ তার চরিত্র নিয়ে কথা বলত। আর তার প্রতিশোধ নিতেই তাকে মিথ্য়া মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন ওই যুবতী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই ঘোষণাপত্রে থাকছে কী, সাংবিধানিক ভিত্তি নিয়ে মতবিরোধ কেটেছে?

সাবেক প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর যুবতীর

আপডেট সময় ০২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে সাবেক প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে দিলেন পুলিশে খবর। আর এ কাজে ওই যুবতীকে সহায়তা করলেন বর্তমান প্রেমিক। কিন্তু শেষে সত্যটা ফাঁস হওয়ায় উল্টো বিপদে পড়দে হয়েছে ওই যুবতীকে। আটক করা হয়েছে ওই যুবতী, তার প্রেমিকসহ ৬ জনকে।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সঙ্গীর সাথে ষড়যন্ত্র করে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার গাড়িতে গাঁজা রেখে দিয়েছিলেন হায়দরাবাদের এক নারী। পরে এক মামলায় ওই দম্পতি ও তাদের চার বন্ধুসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, অভিযুক্ত ওই যুবতীর নাম অধোক্ষজা। তিনি তার বর্তমান প্রেমিক দীপকের সাথে মিলে সাবেক প্রেমিক শ্রাবণকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা শ্রাবণের গাড়িতে গাঁজা রেখে দেওয়ার পরিকল্পনা করে এবং পরে পুলিশকে খবর দেয়। তাদের চার বন্ধু অধোক্ষজা ও দীপককে এই পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা করে।

সংবাদমাধ্যম বলছে, ওই যুবতীর সঙ্গে শ্রাবণ নামের ওই যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপক নামক আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর। কিন্তু মন থেকে মুছে যায়নি শ্রাবণ।

বিশেষ করে তার সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি অধোক্ষজা। আর সেই অপমানের প্রতিশোধ নিতেই শ্রাবণকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষেন ওই যুবতী। এই পরিকল্পনায় তাকে সহায়তা করে বর্তমান প্রেমিকসহ চার বন্ধু।

পরিকল্পনা অনুযায়ী গত সোমবার অধোক্ষজা শ্রাবণের সঙ্গে যোগাযোগ করে এবং অতীত ভুলে নতুন করে বন্ধুত্ব শুরুর প্রস্তাব দেয়। একপর্যায়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে শ্রাবণকে। পার্কের সামনে পৌঁছাতেই শ্রাবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু।

অধোক্ষজা গাড়িতে কথায় কথায় ব্যস্ত রাখে শ্রাবণকে। এই ফাঁকে গাড়ির সিটের নিচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা। পরে তারা গাড়ি থেকে নেমে যান। আর এরপর অধোক্ষজা সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ করেন, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল। শ্রাবণের গাড়ির নম্বরও দেন।

এদিকে সকলের একসঙ্গে আসা এবং অধোক্ষজার এলোমেলো কথাতেই সন্দেহ হয় ওই যুবকের। গাড়িতে ভালোভাবে খোঁজাখুঁজি করতেই সাজানো গাঁজার প্যাকেট উদ্ধার করেন তিনি। এরপরে আর বুঝতে সমস্যা হয়নি। সঙ্গে সঙ্গে শ্রাবণও জুবিলি হিলস থানায় যান এবং গোটা ঘটনা খুলে বলেন।

এরপরে মঙ্গলবার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং জানতে পারে, ওই যুবতী তার প্রেমিক এবং বন্ধুদের সাথে নিয়ে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। পুলিশ মঙ্গলবার ওই যুবতী, তার বয়ফ্রেন্ড ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করে। আর তখনই সত্যিটা পরিষ্কার হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানায়, সম্পর্কে থাকাকালীন শ্রাবণ তার চরিত্র নিয়ে কথা বলত। আর তার প্রতিশোধ নিতেই তাকে মিথ্য়া মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন ওই যুবতী।