যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া ময়ুশি ভগত নামের এক ভারতীয় তরুণীকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ৪ বছর হলো নিখোঁজ তিনি। তার ছবিসহ নামধাম এখন এফবিআইয়ের মিসিং বা নিখোঁজ ব্যক্তিদের তালিকায় মোস্ট ওয়ান্টেড। কেউ তার খোঁজ দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেবে এফবিআই।
ময়ুশি ভগত (২৯) হঠাৎ করেই চার বছর আগে যুক্তরাষ্ট্রে নিঁখোজ হয়ে যান। ২০১৯ সালের ২৯ এপ্রিল নিউ জার্সি শহর থেকে তিনি নিঁখোজ হন। ঘটনার দিন সন্ধ্যায় তাকে সেই অ্যাপার্টমেন্ট থেকেই একটি কালো টি-শার্ট পরে বাইরে বেরোতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তার পর আর ময়ূষির খোঁজ পাওয়া যায়নি।
২০১৯ সালের ১ মে ময়শির পরিবার তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন জার্সি সিটি পুলিশ ডিপার্টমেন্টে। তার পর সাড়ে চার বছর কেটে গেলেও ছাত্রী নিখোঁজ রহস্যের কোনো কিনারা হয়নি।
সম্প্রতি সেই তদন্তের দায়িত্ব নিয়েছে এফবিআই। এ ব্যাপারে জার্সি সিটি পুলিশের সাহায্য নেওয়ার পাশাপাশি জনগণেরও সাহায্য চেয়েছে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই।গত জুলাই মাসেই ময়ুশির নাম এফবিআই নথিভুক্ত করেছে তাদের নিজস্ব নিখোঁজ তালিকায়।
পুলিশের রেকর্ড বলছে, ১৯৯৪ সালে ভারতে জন্ম এই তরুণীর। ২০১৬ সালে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান। ভর্তি হন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে।
শ্যামলা বর্ণের ময়ুশির উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। তার চোখের মণি বাদামি রঙের। চুল কালো। ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষায় কথা বলতে পারেন তিনি।
২০১৯ সালের ১ মে স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ হয় ময়ুশির। সেই আলাপে একা থাকার কথা বলেছিলেন ময়ুশি, ইঙ্গিত দিয়েছিলেন আর বাড়ি ফিরছেন না। কিন্তু এভাবে লাপাত্তা হওয়ার কারণ কিংবা তার আর কোনো হদিস মেলেনি। এমন রহস্যজনক অন্তর্ধানের সমাধান হয়নি। যা এখন সমাধানের চেষ্টা করতে জনগণের সহায়তা চেয়ে পুরস্কার ঘোষণা করেছে এফবিআই।