ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান Logo শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি Logo বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ Logo ডাকসু নির্বাচনে মোতায়েন করা হবে সেনাবাহিনী Logo জুলাই গণহত্যা:আজ শেখ হাসিনার বিরুদ্ধে ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ Logo তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে Logo কমেতে শুরু করেছে কাঁচামরিচের দাম Logo হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’বলে ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে যা শেয়ার করলেন রুমিন ফারহানা Logo গাজায় ইসরায়েলি হামলা চলছেই একদিনে নিহত আরও ৮৬ ফিলিস্তিনি Logo জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হবে ১ সেপ্টেম্বর

এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 309

এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বর্তমানে তারকাগন তাদের সন্তানদের সহসা প্রকাশ্যে আনতে চান না। বিরাট-আনুশকা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, বেশিরভাগ তারকা দম্পতি সন্তানের মুখ আড়ালে রাখেন। ক্যামেরার সামনে সন্তানদের সচরাচর আনতে দেখা যায় না তাদের। বলিউডের প্রভাবশালী জুটি রণবীর-আনুশকাও নিজেদের প্রথম সন্তান রাহাকে মিডিয়া থেকে আড়ালেই রেখেছিলেন।

ছবি প্রকাশ করলেও মুখ ঢেকে দিয়েছেন। তবে এবার রাহাকে প্রকাশ্যেই আনলেন এই তারকা দম্পতি। আর রাহার মুখ দেখে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরাও।
সোমবার কাপুর পরিবারের সাথে বড়দিনের মধ্যাহ্নভোজে রাহাকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসেন এই দম্পতি।

আর প্রথমবারের মতো রাহার মুখ দেখল পাপারাৎজিরা ও ভক্ত অনুরাগীরা। বেশিরভাগ অনুরাগীর মতে, রাহা দেখতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের মতো হয়েছে। লাল মখমল জুতা পায়ে সাদা এবং গোলাপী পোশাকে বেবিডলের মতোই দেখাচ্ছিল রণবীর কন্যাকে। আলিয়া ফুলের প্রিন্টের কালো পোশাক পরেছিলেন এবং রণবীর গাঢ় জিন্সের সাথে একটি কালো জ্যাকেট পরেছিলেন।

এদিকে রাহার মুখ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে পড়েন রণবীর কন্যা। ভক্ত অনুরাগীরা রাহার মাঝে তার দাদা ঋষি কাপুরকেই দেখতে পাচ্ছেন। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড, ওর চোখ! ঋষি কাপুরের সঙ্গে এত মিল!’ আরেকজন লিখেছেন, ‘তিনি তাঁর দাদা ঋষি কাপুরের অনেকটা কপি।’ কেউ কেউ মন্তব্য করে বলছেন, ‘রাহা সত্যিই বেবিডল। রাহার জন্ম ২০২১ সালের ৬ নভেম্বর। আজ পর্যন্ত রণবীর এবং আলিয়া কখনো রাহার ছবি শেয়ার করেননি বা পাপারাজ্জিদের সন্তানের ছবি তুলতে করতে দেননি। তবে বড়দিনের উৎসবে রাহাকে সবার সামনে হাজির করলেন এই জুটি।

রণবীরকে সর্বশেষ দেখা গেছে অ্যানিমেল-এ। সিনেমাটি বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার। বিশ্বব্যাপী ৯০০ কোটির কাছাকাছি আয় করে নিয়েছে এটি। দর্শকদের মন জয় করার পাশাপাশি আলোচনায়ও ছিল অ্যানিমেল। অপরদিকে আলিয়াকে সর্বশেষ দেখা গেছে রণবীর সিংয়ের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। করণ জোহর পরিচালিত সিনেমাটিও ব্যবসাসফল সিনেমা ছিল এ বছর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান

এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

আপডেট সময় ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বর্তমানে তারকাগন তাদের সন্তানদের সহসা প্রকাশ্যে আনতে চান না। বিরাট-আনুশকা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, বেশিরভাগ তারকা দম্পতি সন্তানের মুখ আড়ালে রাখেন। ক্যামেরার সামনে সন্তানদের সচরাচর আনতে দেখা যায় না তাদের। বলিউডের প্রভাবশালী জুটি রণবীর-আনুশকাও নিজেদের প্রথম সন্তান রাহাকে মিডিয়া থেকে আড়ালেই রেখেছিলেন।

ছবি প্রকাশ করলেও মুখ ঢেকে দিয়েছেন। তবে এবার রাহাকে প্রকাশ্যেই আনলেন এই তারকা দম্পতি। আর রাহার মুখ দেখে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরাও।
সোমবার কাপুর পরিবারের সাথে বড়দিনের মধ্যাহ্নভোজে রাহাকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসেন এই দম্পতি।

আর প্রথমবারের মতো রাহার মুখ দেখল পাপারাৎজিরা ও ভক্ত অনুরাগীরা। বেশিরভাগ অনুরাগীর মতে, রাহা দেখতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের মতো হয়েছে। লাল মখমল জুতা পায়ে সাদা এবং গোলাপী পোশাকে বেবিডলের মতোই দেখাচ্ছিল রণবীর কন্যাকে। আলিয়া ফুলের প্রিন্টের কালো পোশাক পরেছিলেন এবং রণবীর গাঢ় জিন্সের সাথে একটি কালো জ্যাকেট পরেছিলেন।

এদিকে রাহার মুখ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে পড়েন রণবীর কন্যা। ভক্ত অনুরাগীরা রাহার মাঝে তার দাদা ঋষি কাপুরকেই দেখতে পাচ্ছেন। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড, ওর চোখ! ঋষি কাপুরের সঙ্গে এত মিল!’ আরেকজন লিখেছেন, ‘তিনি তাঁর দাদা ঋষি কাপুরের অনেকটা কপি।’ কেউ কেউ মন্তব্য করে বলছেন, ‘রাহা সত্যিই বেবিডল। রাহার জন্ম ২০২১ সালের ৬ নভেম্বর। আজ পর্যন্ত রণবীর এবং আলিয়া কখনো রাহার ছবি শেয়ার করেননি বা পাপারাজ্জিদের সন্তানের ছবি তুলতে করতে দেননি। তবে বড়দিনের উৎসবে রাহাকে সবার সামনে হাজির করলেন এই জুটি।

রণবীরকে সর্বশেষ দেখা গেছে অ্যানিমেল-এ। সিনেমাটি বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার। বিশ্বব্যাপী ৯০০ কোটির কাছাকাছি আয় করে নিয়েছে এটি। দর্শকদের মন জয় করার পাশাপাশি আলোচনায়ও ছিল অ্যানিমেল। অপরদিকে আলিয়াকে সর্বশেষ দেখা গেছে রণবীর সিংয়ের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। করণ জোহর পরিচালিত সিনেমাটিও ব্যবসাসফল সিনেমা ছিল এ বছর।