ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার বর্ণনা দিয়ে হামাস সুপ্রিম লিডার ইয়াহিয়া সিনওয়ারের বার্তা প্রকাশ করেছেন। যা হুথি মিডিয়ায় প্রচারিত হয়েছে।
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার আজ (২৫ ডিসেম্বর) সোমবার, একটি বার্তা প্রকাশ করেছেন যা হুথি মিডিয়ার আল-মাসিরা সহ বেশ কয়েকটি মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনওয়ার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যদের কাছে এই বার্তা পাঠিয়েছেন। সিনওয়ার দাবি করেছেন যে, গাজায় আল-কাসাম ব্রিগেড ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করেছে। ইসরায়েলি-বাহিনীর ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে হয়েছে বলেও দাবি করেন তিনি।
আল-মাসিরাহ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সিনওয়ার বলেছেন, আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি ভয়াবহ ও নজিরবিহীন যুদ্ধ চালাচ্ছে এবং এতে দখলদার সেনাদের মধ্যে ‘জীবন ও সরঞ্জামের’ ব্যাপক ক্ষতি হয়েছে।
আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা ‘গ্রাউন্ড যুদ্ধের সময়’ প্রায় ৫০০০ এর কাছাকাছি ইসরায়েলি সেনাকে সরাসরি টার্গেট করেছে।
ইসরায়েলি-বাহিনীর ক্ষয়ক্ষতির মধ্যে এক-তৃতীয়াংশ (১৬৫০+) নিহত হয়েছে, এক-তৃতীয়াংশ (১৬৫০+) গুরুতর আহত ও এক-তৃতীয়াংশ(১৬৫০+) চিরস্থায়ী পঙ্গু হয়ে গেছে। এপর্যন্ত ৭৫০ এর বেশি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি কিংবা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
ইয়াহিয়া সিনওয়ার জানান, ইসরায়েলি সেনাদের দাঁতভাঙা জবাব দেয়া অব্যাহত থাকবে এবং হামাস ইসরায়েলি কোনো শর্তের কাছে মাথানত করবে না। এসময় তিনি ফিলিস্তিনের বীর জনতার আত্মত্যাগ, বীরত্ব ও একতার জন্য তাঁদের প্রতি অভিবাদন জানান।