ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো: সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মাগুরা শহরের নতুন বাজার সাপ্তাহিক হাটে গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে হাটের সবজি বাজার, মাছপট্টি, মাংস বাজারসহ সব এলাকা ঘুরে ক্রেতা-বিক্রতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাকিব আল হাসান। পাশাপাশি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণাকালে সাকিব আল হাসান কথা বলেন, ‘এই হাটটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। গ্রামের মানুষ তাদের ক্ষেতে উৎপাদিত সবজিসহ নানা পণ্য বিক্রি করতে এখানে আসেন। ছেলেবেলা থেকেই এটি দেখে আসছি আমি। বাবার সঙ্গে এখানে অনেকবার এসেছি। ভোট চাইতে এভাবে আসবো কোনদিন ভাবিনি। আজ অনেক মানুষের সঙ্গে বিশেষ করে কৃষক ভাইদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। কৃষকরাইতো আমাদের প্রাণ। তাদের ঘাম ও শ্রমের কাছে প্রতিটি বাঙালি ঋণী।’

পরে শহরের পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে গণসংযোগ করেন সাকিব আল হাসান। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম!

মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো: সাকিব

আপডেট সময় ০৩:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মাগুরা শহরের নতুন বাজার সাপ্তাহিক হাটে গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে হাটের সবজি বাজার, মাছপট্টি, মাংস বাজারসহ সব এলাকা ঘুরে ক্রেতা-বিক্রতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাকিব আল হাসান। পাশাপাশি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণাকালে সাকিব আল হাসান কথা বলেন, ‘এই হাটটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। গ্রামের মানুষ তাদের ক্ষেতে উৎপাদিত সবজিসহ নানা পণ্য বিক্রি করতে এখানে আসেন। ছেলেবেলা থেকেই এটি দেখে আসছি আমি। বাবার সঙ্গে এখানে অনেকবার এসেছি। ভোট চাইতে এভাবে আসবো কোনদিন ভাবিনি। আজ অনেক মানুষের সঙ্গে বিশেষ করে কৃষক ভাইদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। কৃষকরাইতো আমাদের প্রাণ। তাদের ঘাম ও শ্রমের কাছে প্রতিটি বাঙালি ঋণী।’

পরে শহরের পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে গণসংযোগ করেন সাকিব আল হাসান। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।