ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ Logo ববির নবনিযুক্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন Logo দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি Logo ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ,জানতে এনসিপির কারণ দর্শানোর নোটিশ Logo মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের Logo জামালপুরে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার Logo দুপুরের মধ্যে যে ৫ জেলায় ঝড় হতে পাবে Logo নিজ দেশকে ‘অসভ্য রাষ্ট্র’বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা, দেশজুড়ে তোলপাড় Logo ‘১৭ বছর খাইনি, এখন খাব’দুই বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
ফিলিস্তিনি যো্ধারা দাবি করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা এজেন্টদর গ্রেপ্তার করেছেন।

গ্রেফতার ইসরায়েল গোয়েন্দা এজেন্ট,দাবি ফিলিস্তিনি যোদ্ধাদের

  • আর. জামান
  • আপডেট সময় ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 327

রেসিস্ট্যান্স সিকিউরিটি অথরিটির একটি সূত্র আল-মাজদ সিকিউরিটি ওয়েবসাইট'কে দেয়া এক স্টেটমেন্টে জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরালের গোয়েন্দা এজেন্ডদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে

রেসিস্ট্যান্স সিকিউরিটি অথরিটির একটি সূত্র আল-মাজদ সিকিউরিটি ওয়েবসাইট’কে দেয়া এক স্টেটমেন্টে জানিয়েছে- বিগত ২ দিনে রেসিস্ট্যান্স সিকিউরিটি কমান্ড ইসরায়েলের হয়ে কাজ করা সহযোগীদের গ্রেফতার করেছে। অপারেশন ‘আল-আক্বসা ফ্লাড’এর সময় প্রাপ্ত ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের পর তাদেরকে গ্রেফতার করা হয়।

উক্ত ডাটা ও ডকুমেন্টস গুলো ‘ডেঞ্জারাস’ হিসেবে বর্ণিত ছিলো, যেখানে এতদিন ইজ্রাইলের হয়ে গাদ্দারি করা সকল সহযোগীদের নাম উল্লেখিত ছিলো।

সোর্সটি ব্যাখা করেছে, তাদের প্রাপ্ত ডাটায় তাদের সহযোগীদের দ্বারা ইসরায়েলের ঘরোয়া গোয়েন্দা সংস্থা শিন বেত কিভাবে গাজায় যোগাযোগ ও কাজ করতো এসবের উল্লেখ ছিলো। এছাড়াও উক্ত এজেন্টরা কিভাবে গাজায় কাজ করতো এসবের উল্লেখ ছিলো। যা চলমান যুদ্ধে ইসরায়েলের ইন্টেলিজেন্সকে বাঁধার সম্মুখীন করে।

সোর্সটি আরো জানায়, এজেন্টরা স্বীকার করেছে যে, তারা রেসিস্ট্যান্স নেতাদের বাড়ি ও আশেপাশের এরিয়া পর্যবেক্ষণ, উক্ত এরিয়ায় রেসিস্ট্যান্সের কোনো সদস্যের আনাগোনা ও লিডারদের তথ্য রিপোর্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলো।
সোর্সটি এটি জানিয়ে শেষ করেছে যে, গ্রেফতার হওয়া এজেন্টদের বিরুদ্ধে ‘আইনি ও রেভুলোশনারি’ পদক্ষেপ নেয়া হবে এবং
ভবিষ্যতে কেউ ইজ্রাইলের হয়ে কাজ করার দুঃসাহস দেখালে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ

ফিলিস্তিনি যো্ধারা দাবি করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা এজেন্টদর গ্রেপ্তার করেছেন।

গ্রেফতার ইসরায়েল গোয়েন্দা এজেন্ট,দাবি ফিলিস্তিনি যোদ্ধাদের

আপডেট সময় ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

রেসিস্ট্যান্স সিকিউরিটি অথরিটির একটি সূত্র আল-মাজদ সিকিউরিটি ওয়েবসাইট’কে দেয়া এক স্টেটমেন্টে জানিয়েছে- বিগত ২ দিনে রেসিস্ট্যান্স সিকিউরিটি কমান্ড ইসরায়েলের হয়ে কাজ করা সহযোগীদের গ্রেফতার করেছে। অপারেশন ‘আল-আক্বসা ফ্লাড’এর সময় প্রাপ্ত ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের পর তাদেরকে গ্রেফতার করা হয়।

উক্ত ডাটা ও ডকুমেন্টস গুলো ‘ডেঞ্জারাস’ হিসেবে বর্ণিত ছিলো, যেখানে এতদিন ইজ্রাইলের হয়ে গাদ্দারি করা সকল সহযোগীদের নাম উল্লেখিত ছিলো।

সোর্সটি ব্যাখা করেছে, তাদের প্রাপ্ত ডাটায় তাদের সহযোগীদের দ্বারা ইসরায়েলের ঘরোয়া গোয়েন্দা সংস্থা শিন বেত কিভাবে গাজায় যোগাযোগ ও কাজ করতো এসবের উল্লেখ ছিলো। এছাড়াও উক্ত এজেন্টরা কিভাবে গাজায় কাজ করতো এসবের উল্লেখ ছিলো। যা চলমান যুদ্ধে ইসরায়েলের ইন্টেলিজেন্সকে বাঁধার সম্মুখীন করে।

সোর্সটি আরো জানায়, এজেন্টরা স্বীকার করেছে যে, তারা রেসিস্ট্যান্স নেতাদের বাড়ি ও আশেপাশের এরিয়া পর্যবেক্ষণ, উক্ত এরিয়ায় রেসিস্ট্যান্সের কোনো সদস্যের আনাগোনা ও লিডারদের তথ্য রিপোর্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলো।
সোর্সটি এটি জানিয়ে শেষ করেছে যে, গ্রেফতার হওয়া এজেন্টদের বিরুদ্ধে ‘আইনি ও রেভুলোশনারি’ পদক্ষেপ নেয়া হবে এবং
ভবিষ্যতে কেউ ইজ্রাইলের হয়ে কাজ করার দুঃসাহস দেখালে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।