ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জীবন্ত ঈগল নিয়ে মিছিল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দবাজারে জীবন্ত ঈগল নিয়ে হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে মিছিল করেছেন তাঁর কর্মী ও সমর্থকরা। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হবিগঞ্জ-১ আসনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে এমপি আব্দুল মজিদ খানের কর্মী ও সমর্থকরা স্থানীয় হাওর থেকে একটি জীবন্ত ঈগল ধরে এনে মিছিল করে।

এ সময় আবুল কাশেম মিছিলটির লাইভ প্রচার করেন। এতে দেখা যায় ঈগলটি বিপন্ন হয়ে পড়েছে। কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. মাজু মিয়া বলেন, ‘জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা করে আইন অমান্য করা হয়েছে। যারা আইন প্রণেতা হতে চান তারাই যদি আইন না মানেন তাহলে জনগণ যাবে কোথায়? যারা এই বেআইনি কাজে জড়িত তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘জীবন্ত পাখির জীবন বিপন্ন করে এ ধরনের কাজে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো ধরনের প্রাণীকে আটক করে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা নিষিদ্ধ। যারা কাজটি করছেন তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।

নির্বাচনী আচরণবিধির দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, ‘জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে কোনো ধরনের মিছিল বা প্রচারণা করা যাবে না। বানিয়াচংয়ে কারা এ ধরনের করছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জীবন্ত ঈগল নিয়ে মিছিল

আপডেট সময় ০৭:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দবাজারে জীবন্ত ঈগল নিয়ে হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে মিছিল করেছেন তাঁর কর্মী ও সমর্থকরা। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হবিগঞ্জ-১ আসনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে এমপি আব্দুল মজিদ খানের কর্মী ও সমর্থকরা স্থানীয় হাওর থেকে একটি জীবন্ত ঈগল ধরে এনে মিছিল করে।

এ সময় আবুল কাশেম মিছিলটির লাইভ প্রচার করেন। এতে দেখা যায় ঈগলটি বিপন্ন হয়ে পড়েছে। কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. মাজু মিয়া বলেন, ‘জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা করে আইন অমান্য করা হয়েছে। যারা আইন প্রণেতা হতে চান তারাই যদি আইন না মানেন তাহলে জনগণ যাবে কোথায়? যারা এই বেআইনি কাজে জড়িত তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘জীবন্ত পাখির জীবন বিপন্ন করে এ ধরনের কাজে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো ধরনের প্রাণীকে আটক করে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা নিষিদ্ধ। যারা কাজটি করছেন তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।

নির্বাচনী আচরণবিধির দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, ‘জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে কোনো ধরনের মিছিল বা প্রচারণা করা যাবে না। বানিয়াচংয়ে কারা এ ধরনের করছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।