ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জীবন্ত ঈগল নিয়ে মিছিল

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • 469

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জীবন্ত ঈগল নিয়ে মিছিল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দবাজারে জীবন্ত ঈগল নিয়ে হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে মিছিল করেছেন তাঁর কর্মী ও সমর্থকরা। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হবিগঞ্জ-১ আসনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে এমপি আব্দুল মজিদ খানের কর্মী ও সমর্থকরা স্থানীয় হাওর থেকে একটি জীবন্ত ঈগল ধরে এনে মিছিল করে।

এ সময় আবুল কাশেম মিছিলটির লাইভ প্রচার করেন। এতে দেখা যায় ঈগলটি বিপন্ন হয়ে পড়েছে। কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. মাজু মিয়া বলেন, ‘জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা করে আইন অমান্য করা হয়েছে। যারা আইন প্রণেতা হতে চান তারাই যদি আইন না মানেন তাহলে জনগণ যাবে কোথায়? যারা এই বেআইনি কাজে জড়িত তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘জীবন্ত পাখির জীবন বিপন্ন করে এ ধরনের কাজে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো ধরনের প্রাণীকে আটক করে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা নিষিদ্ধ। যারা কাজটি করছেন তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।

নির্বাচনী আচরণবিধির দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, ‘জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে কোনো ধরনের মিছিল বা প্রচারণা করা যাবে না। বানিয়াচংয়ে কারা এ ধরনের করছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জীবন্ত ঈগল নিয়ে মিছিল

আপডেট সময় ০৭:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দবাজারে জীবন্ত ঈগল নিয়ে হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে মিছিল করেছেন তাঁর কর্মী ও সমর্থকরা। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হবিগঞ্জ-১ আসনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে এমপি আব্দুল মজিদ খানের কর্মী ও সমর্থকরা স্থানীয় হাওর থেকে একটি জীবন্ত ঈগল ধরে এনে মিছিল করে।

এ সময় আবুল কাশেম মিছিলটির লাইভ প্রচার করেন। এতে দেখা যায় ঈগলটি বিপন্ন হয়ে পড়েছে। কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. মাজু মিয়া বলেন, ‘জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা করে আইন অমান্য করা হয়েছে। যারা আইন প্রণেতা হতে চান তারাই যদি আইন না মানেন তাহলে জনগণ যাবে কোথায়? যারা এই বেআইনি কাজে জড়িত তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘জীবন্ত পাখির জীবন বিপন্ন করে এ ধরনের কাজে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো ধরনের প্রাণীকে আটক করে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা নিষিদ্ধ। যারা কাজটি করছেন তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।

নির্বাচনী আচরণবিধির দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, ‘জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে কোনো ধরনের মিছিল বা প্রচারণা করা যাবে না। বানিয়াচংয়ে কারা এ ধরনের করছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।