সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মো.রিপন মিয়া (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর হাওয়াপাড়ায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া রিপন সিলেট নগরীর মুন্সিপাড়ার ১৪ নম্বর বাসার মতিন মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নম্বর নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করতে যান রিপন।
এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আজ (শুক্রবার) ভোর ৬টার দিকে পথচারীরা ঝুলন্ত পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।