ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

ভোটার আনবে প্রার্থীরা, পরিবেশের দায়িত্ব আমাদের: ইসি রাশেদা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 265

ভোটার আনবে প্রার্থীরা, পরিবেশের দায়িত্ব আমাদের : ইসি রাশেদা

ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা নির্বাচন কমিশনের, আর ভোটারদের (ভোটকেন্দ্রে) আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ড, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসনসহ যারা আছেন তারা বলেছেন, এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরো উন্নতি হবে।

এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যারা (পুলিশ প্রশাসন) কথা দিয়েছেন, আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। পাবনায় প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমাদের ১২ শ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নিয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন।

আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, এটা করে যাচ্ছি এবং করে যাব। ভোটারদের ভোট দেওয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারদের আমি বলব, আপানারা ভোটে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার।

জনপ্রিয় সংবাদ

ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ভোটার আনবে প্রার্থীরা, পরিবেশের দায়িত্ব আমাদের: ইসি রাশেদা

আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা নির্বাচন কমিশনের, আর ভোটারদের (ভোটকেন্দ্রে) আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ড, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসনসহ যারা আছেন তারা বলেছেন, এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরো উন্নতি হবে।

এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যারা (পুলিশ প্রশাসন) কথা দিয়েছেন, আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। পাবনায় প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমাদের ১২ শ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নিয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন।

আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, এটা করে যাচ্ছি এবং করে যাব। ভোটারদের ভোট দেওয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারদের আমি বলব, আপানারা ভোটে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার।