ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি মাগুরাবাসিকে কিছু দিতে চাই : সাকিব

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 236

আমি মাগুরাবাসিকে কিছু দিতে চাই : সাকিবআমি মাগুরাবাসিকে কিছু দিতে চাই : সাকিব

আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের সাথে নিয়ে মাগুরার উন্নয়নের ধারাকে ধরে রাখতে চাই। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের মোল্লা পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সাকিব আল হাসান বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আগামি ৭ জানুয়ারী নৌকা প্রতীকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানিয়ে আরও বলেন, আমি যদি জয়ী হতে পারি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার জায়গা থেকে সর্বাত্মক কাজ করবো। আমি মাগুরার মানুষ। মাগুরা থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি মাগুরাবাসিকে কিছু দিতে পারলে আমার কোনো কষ্ট থাকবে না। সারা জীবন শান্তি থাকবে মনের মধ্যে।

তিনি বলেন, এই সমাবেশে উপস্থিত হতে পেরে নিজে ধন্য মনে করছি। আমার চাওয়ার কিছু নেই। এখন আপনাদের কিছু দিতে পারলেই আমি খুশি হবো। পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম এর সভাপতিত্বে মাগুরা শহরের ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখন।

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৩, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আমি মাগুরাবাসিকে কিছু দিতে চাই : সাকিব

আপডেট সময় ১২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের সাথে নিয়ে মাগুরার উন্নয়নের ধারাকে ধরে রাখতে চাই। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের মোল্লা পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সাকিব আল হাসান বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আগামি ৭ জানুয়ারী নৌকা প্রতীকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানিয়ে আরও বলেন, আমি যদি জয়ী হতে পারি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার জায়গা থেকে সর্বাত্মক কাজ করবো। আমি মাগুরার মানুষ। মাগুরা থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি মাগুরাবাসিকে কিছু দিতে পারলে আমার কোনো কষ্ট থাকবে না। সারা জীবন শান্তি থাকবে মনের মধ্যে।

তিনি বলেন, এই সমাবেশে উপস্থিত হতে পেরে নিজে ধন্য মনে করছি। আমার চাওয়ার কিছু নেই। এখন আপনাদের কিছু দিতে পারলেই আমি খুশি হবো। পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম এর সভাপতিত্বে মাগুরা শহরের ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখন।