ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি, ৫ সেনা নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 316

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি, ৫ সেনা নিহত

কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, গুলিতে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। গত বুধবার রাত থেকে সেনা এই অঞ্চলে অভিযানে নেমেছিল এবং অভিযান এখনো চলছে।

গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন,‘সূত্রের মাধ্যমে তারা জানতে পারে সেখানে জঙ্গিরা আছে। এরপরেই সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু করা হয়, যা এখনও চলছে। গত মাসেও রাজৌরির কালাকোটেতে অভিযানচালানোর সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল।

গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। গত এপ্রিল ও মে মাসে এখানে ১০ জন সেনা মারা যায়। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩ সালে এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে। গত দুই বছরে কাশ্মীরে অভিযানের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আইন উপদেষ্টা

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি, ৫ সেনা নিহত

আপডেট সময় ১২:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, গুলিতে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। গত বুধবার রাত থেকে সেনা এই অঞ্চলে অভিযানে নেমেছিল এবং অভিযান এখনো চলছে।

গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন,‘সূত্রের মাধ্যমে তারা জানতে পারে সেখানে জঙ্গিরা আছে। এরপরেই সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু করা হয়, যা এখনও চলছে। গত মাসেও রাজৌরির কালাকোটেতে অভিযানচালানোর সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল।

গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। গত এপ্রিল ও মে মাসে এখানে ১০ জন সেনা মারা যায়। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩ সালে এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে। গত দুই বছরে কাশ্মীরে অভিযানের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।