ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি : ট্রাম্প Logo নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ Logo ময়মনসিংহে দুই সন্তানসহ গৃহবধূকে হত্যার প্রধান আসামি আটক Logo মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিংয়ের উপর উঠে গেল কনক্রিট মিক্সার গাড়ি Logo ‘জাতীয় সংস্কারক’স্বীকৃতি পাওয়ার আগ্রহ নেই প্রধান উপদেষ্টার Logo নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে Logo সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৫৭২ Logo ১৫ লাখ সরকারি চাকরিজীবীর উচ্চতর গ্রেড নিয়ে আপিল বিভাগের রায় প্রকাশ Logo ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে : ইসি Logo রাজধানীর বনানীতে পথশিশুকে ধর্ষণ

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 215

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি : ট্রাম্প

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।