ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল Logo মুন্সিগঞ্জে কার্টুন খুলে মিললো নবজাতকের মরদেহ Logo গাজীপুরে ব্যবসায়ীকে আটকের পর র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ Logo ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে Logo সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ Logo ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ Logo নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 249

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।