ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 0 Views

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। নৌকার প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের লোকজন তাতে বাধা দেন। পরে মিছিলে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোলাপের সমর্থক ফজলু বেপারীর লোকজন আমার সমর্থকদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সোবহান মিয়া গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।