ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৫-০ গোলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার গোল উৎসব

৫-০ গোলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার গোল উৎসব

বার্সেলোনায় অভিষেক ম্যাচ থেকেই দারুণ ফর্ম দেখিয়ে চলেছেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের যাত্রাতেও দারুণ নৈপুণ্য ফুটেছে ফেলিক্সের পায়ে। দুটি গোলের পাশাপাশি করেছেন এক অ্যাসিস্টও। আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া কাতালানরা এবার শুরুতে রীতিমতো গোল উৎসব করেছে।

বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্প তাদের কাছে উড়ে গেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। যার প্রথম তিনটিই আসে প্রথমার্ধে। যার চাপ আর সামলে উঠতে পারেনি অ্যান্টওয়ার্প। ম্যাচে গোল পেয়েছেন অভিজ্ঞ পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডফস্কি ও গাভি। এছাড়া একটি আত্মঘাতী গোলও পায় জাভি হার্নান্দেজের দল। ম্যাচের মাত্র ১১ মিনিটেই এদিন জালের দেখা পেয়ে যায় বার্সা। লেভান্ডফস্কির সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বল যায় ইলকাই গুনদোয়ানের কাছে। তার কাছ থেকে ফিরতি বল পেয়ে ফেলিক্স সফল লক্ষ্যভেদ করেন।

অল্প সময় পরই তাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডফস্কি। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো থ্রো বল ধরে ফেলিক্স দেন পোলিশ তারকাকে। ওয়ান টাচে লেভা বাকি কাজ সারেন। এরপর বার্সার একের পর এক দাপুটে আক্রমণে বেলজিয়ান ক্লাবটি নিজেদের জালেই বল জড়িয়ে বসে। মাত্র ২২ মিনিটেই ৩-০ লিড পেয়ে যায় বার্সা।দ্বিতীয়ার্ধের শুরুতে এবার স্প্যানিয়ার্ড তরুণ গাভির আঘাত। লেভার অ্যাসিস্টে ৫৪ মিনিটে তিনি ব্যবধান বাড়িয়ে নেন। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।

জনপ্রিয় সংবাদ

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু

৫-০ গোলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার গোল উৎসব

আপডেট সময় ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

বার্সেলোনায় অভিষেক ম্যাচ থেকেই দারুণ ফর্ম দেখিয়ে চলেছেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের যাত্রাতেও দারুণ নৈপুণ্য ফুটেছে ফেলিক্সের পায়ে। দুটি গোলের পাশাপাশি করেছেন এক অ্যাসিস্টও। আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া কাতালানরা এবার শুরুতে রীতিমতো গোল উৎসব করেছে।

বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্প তাদের কাছে উড়ে গেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। যার প্রথম তিনটিই আসে প্রথমার্ধে। যার চাপ আর সামলে উঠতে পারেনি অ্যান্টওয়ার্প। ম্যাচে গোল পেয়েছেন অভিজ্ঞ পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডফস্কি ও গাভি। এছাড়া একটি আত্মঘাতী গোলও পায় জাভি হার্নান্দেজের দল। ম্যাচের মাত্র ১১ মিনিটেই এদিন জালের দেখা পেয়ে যায় বার্সা। লেভান্ডফস্কির সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বল যায় ইলকাই গুনদোয়ানের কাছে। তার কাছ থেকে ফিরতি বল পেয়ে ফেলিক্স সফল লক্ষ্যভেদ করেন।

অল্প সময় পরই তাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডফস্কি। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো থ্রো বল ধরে ফেলিক্স দেন পোলিশ তারকাকে। ওয়ান টাচে লেভা বাকি কাজ সারেন। এরপর বার্সার একের পর এক দাপুটে আক্রমণে বেলজিয়ান ক্লাবটি নিজেদের জালেই বল জড়িয়ে বসে। মাত্র ২২ মিনিটেই ৩-০ লিড পেয়ে যায় বার্সা।দ্বিতীয়ার্ধের শুরুতে এবার স্প্যানিয়ার্ড তরুণ গাভির আঘাত। লেভার অ্যাসিস্টে ৫৪ মিনিটে তিনি ব্যবধান বাড়িয়ে নেন। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।