ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ

ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 308

ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, তার মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় একদল যুবক। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মধ্যবর্তী একটি সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকেন। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।

প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসায় ফিরছিলেন। পথে শহীদ মিনারসংলগ্ন আবাসিক এলাকার ফুটপাতে ছয় থেকে সাতজনের একটি দল তাকে জিজ্ঞাসা করে, তিনি ছাত্র ইউনিয়ন করেন কি না। বারবার একই প্রশ্ন করা হলেও তিনি জানান যে তিনি কোনো রাজনৈতিক দলে জড়িত নন। একপর্যায়ে তারা মুঠোফোন চেক করতে চায় এবং মেসেঞ্জার (ফেসবুক) চ্যাটবক্স দেখাতে বলে। ব্যক্তিগত তথ্য বলে দেখাতে না চাইলে তারা মারধর করে।

মাথা ও মুখে হাত দিয়ে আঘাত করতে ধাকায় তিনি মেসেঞ্জারের চ্যাটবক্স দেখাতে বাধ্য হন বলে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, তার ব্যাগেও তল্লাশি চালানো হয়। পরে ব্যাগে কয়েকটা কাগজের গোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, তিনি কেন গাজা নিয়ে ঘুরছেন। এ অবস্থায় তারা কান ধরিয়ে ছবি তোলে এবং গাজার ছবি তোলে। বাসার ঠিকানা নেয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেয়।

ওই শিক্ষার্থী বলেন, আজ বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে সিসিটিভির ফুটেজ দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে পরে মুঠোফোনে একাধিক কল করা হলেও প্রক্টর মাকসুদুর রহমান সাড়া দেননি।

প্রসঙ্গত, টিএসসির রাজু ভাস্কর্যে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি বসানো ও সরানো নিয়ে কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। ছাত্রলীগ দুই দফায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের পিটিয়েছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ছাত্র ইউনিয়ন।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর

আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, তার মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় একদল যুবক। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মধ্যবর্তী একটি সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকেন। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।

প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসায় ফিরছিলেন। পথে শহীদ মিনারসংলগ্ন আবাসিক এলাকার ফুটপাতে ছয় থেকে সাতজনের একটি দল তাকে জিজ্ঞাসা করে, তিনি ছাত্র ইউনিয়ন করেন কি না। বারবার একই প্রশ্ন করা হলেও তিনি জানান যে তিনি কোনো রাজনৈতিক দলে জড়িত নন। একপর্যায়ে তারা মুঠোফোন চেক করতে চায় এবং মেসেঞ্জার (ফেসবুক) চ্যাটবক্স দেখাতে বলে। ব্যক্তিগত তথ্য বলে দেখাতে না চাইলে তারা মারধর করে।

মাথা ও মুখে হাত দিয়ে আঘাত করতে ধাকায় তিনি মেসেঞ্জারের চ্যাটবক্স দেখাতে বাধ্য হন বলে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, তার ব্যাগেও তল্লাশি চালানো হয়। পরে ব্যাগে কয়েকটা কাগজের গোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, তিনি কেন গাজা নিয়ে ঘুরছেন। এ অবস্থায় তারা কান ধরিয়ে ছবি তোলে এবং গাজার ছবি তোলে। বাসার ঠিকানা নেয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেয়।

ওই শিক্ষার্থী বলেন, আজ বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে সিসিটিভির ফুটেজ দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে পরে মুঠোফোনে একাধিক কল করা হলেও প্রক্টর মাকসুদুর রহমান সাড়া দেননি।

প্রসঙ্গত, টিএসসির রাজু ভাস্কর্যে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি বসানো ও সরানো নিয়ে কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। ছাত্রলীগ দুই দফায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের পিটিয়েছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ছাত্র ইউনিয়ন।