গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস হতে চলেছে ভারতে। বিরোধীশূন্য লোকসভায় নতুন তিনটি ফৌজদারি আইন সংক্রান্ত বিল নিয়ে বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রের মতে, নতুন বিলগুলোর লক্ষ্য ‘শাস্তির’ পরিবর্তে ‘ন্যায়বিচার’, ফৌজদারি বিচার ব্যবস্থা পুনর্গঠন করা। একইসঙ্গে নতুন বিলে নারী, শিশুসহ সমাজের প্রত্যেক নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। যদিও কেন্দ্রের নতুন ‘ন্যায় সংহিতা বিল’ নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
তবে এসব বিরোধিতা যে ধোপে টিকবে না, তা কেন্দ্রীয় সরকারের হাবভাবেই পরিষ্কার। সংসদের ভেতর রং বোমা হামলার পর এখন পর্যন্ত বিরোধী দলগুলোর ১৪৩ জন সংসদ সদস্য সাসপেন্ড হয়েছেন। বলা যায়, প্রায় একচ্ছত্রভাবেই লোকসভায় আলোচনা চালাচ্ছে বিজেপি তথা এনডিএ জোটের এমপিরা। তার মধ্যেই গণপিটুনি নিয়ে প্রস্তাবিত বিলের কথা জানালেন অমিত শাহ।
বুধবার বিরোধীশূন্য লোকসভায় পাশ করিয়ে নেওয়া হয় বিল তিনটি। এরপর তা পেশ হবে রাজ্যসভায়। সেখানে অনুমোদনের পর পাঠানো হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য।