ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার হুমকি হুথিদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 300

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার হুমকি হুথিদের

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ব্যাপারে ‘নাক গলায়’ এবং ইয়েমেন হামলা চালায়— তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানো হবে।

বুধবার (২০ ডিসেম্বর) হুথি প্রধান আব্দেল মালেক আল-হুথি এক টিভি ভাষণে এ হুমকি দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরের সামুদ্রিক পথ বড় ঝুঁকির মুখে পড়েছে।

হুথিদের হামলা প্রতিহতে গত সোমবার ১০টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে; সেটি নিশ্চিত করবে এই টাস্কফোর্স। এটি গঠনের পরই হুথিদের পক্ষ থেকে এমন হুমিক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র মোট ৪৯টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শুধুমাত্র ১০টি দেশ এতে যোগ দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনো দেশে যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে হুথি প্রধান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আরও যুক্ত হয়, হুথিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে না। আমরা তাদের যুদ্ধাজাহাজ এবং অন্যান্য জিনিসের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাব।’

এছাড়া যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুথি প্রধান। হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ হলে এবং সেখানকার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ পেলে; লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে তারা হামলা বন্ধ করে দেবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার হুমকি হুথিদের

আপডেট সময় ১২:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ব্যাপারে ‘নাক গলায়’ এবং ইয়েমেন হামলা চালায়— তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানো হবে।

বুধবার (২০ ডিসেম্বর) হুথি প্রধান আব্দেল মালেক আল-হুথি এক টিভি ভাষণে এ হুমকি দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরের সামুদ্রিক পথ বড় ঝুঁকির মুখে পড়েছে।

হুথিদের হামলা প্রতিহতে গত সোমবার ১০টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে; সেটি নিশ্চিত করবে এই টাস্কফোর্স। এটি গঠনের পরই হুথিদের পক্ষ থেকে এমন হুমিক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র মোট ৪৯টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শুধুমাত্র ১০টি দেশ এতে যোগ দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনো দেশে যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে হুথি প্রধান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আরও যুক্ত হয়, হুথিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে না। আমরা তাদের যুদ্ধাজাহাজ এবং অন্যান্য জিনিসের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাব।’

এছাড়া যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুথি প্রধান। হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ হলে এবং সেখানকার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ পেলে; লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে তারা হামলা বন্ধ করে দেবে।