ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

নওগাঁয় কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

নওগাঁয় কারাবন্দী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যার নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এই বিএনপি নেতার নাম মতিবুল মণ্ডল (৫৫)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ নভেম্বর থেকে তিনি নওগাঁ কারাগারে ছিলেন।

নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, পত্নীতলা থানার একটি মামলায় মতিবুল মণ্ডল গত ২৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন। তিনি মারপিট ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় ১৪ ডিসেম্বর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কয়েক দিন তার চিকিৎসা চলে। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তিনি মারা যান। মতিবুল শ্বাসতন্ত্রের সংক্রমণ, হার্টের সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মতিবুলের ছেলে আবদুস সালাম বলেন, আমার বাবাকে নজিপুর পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে সকাল আটটার দিকে কারাগার থেকে ফোন করে আমাকে জানানো হয়, বাবা মারা গেছেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় কীভাবে মৃত্যু হলো, তার সঠিক কারণ জানতে চাই।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার মতিবুলের মতো কারাগারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। তাদের সুচিকিৎসা করা হচ্ছে না। আমরা মতিবুলের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত দাবি করছি।

জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

নওগাঁয় কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় কারাবন্দী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যার নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এই বিএনপি নেতার নাম মতিবুল মণ্ডল (৫৫)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ নভেম্বর থেকে তিনি নওগাঁ কারাগারে ছিলেন।

নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, পত্নীতলা থানার একটি মামলায় মতিবুল মণ্ডল গত ২৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন। তিনি মারপিট ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় ১৪ ডিসেম্বর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কয়েক দিন তার চিকিৎসা চলে। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তিনি মারা যান। মতিবুল শ্বাসতন্ত্রের সংক্রমণ, হার্টের সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মতিবুলের ছেলে আবদুস সালাম বলেন, আমার বাবাকে নজিপুর পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে সকাল আটটার দিকে কারাগার থেকে ফোন করে আমাকে জানানো হয়, বাবা মারা গেছেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় কীভাবে মৃত্যু হলো, তার সঠিক কারণ জানতে চাই।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার মতিবুলের মতো কারাগারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। তাদের সুচিকিৎসা করা হচ্ছে না। আমরা মতিবুলের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত দাবি করছি।