ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল Logo নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১ Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মৌলভীবাজারে আটক Logo আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় গরু ভোজ Logo আশুলিয়ায় ট্রাক খাদে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন সম্পূর্ণ Logo নাটোরে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ দুইভাই গ্রেফতার Logo ‘বিয়ের প্রস্তাব প্রত্যাখান’ছাত্রী ও বাবার বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতার মামলা Logo আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন Logo একদিনে সারাদেশে বজ্রাঘাতে প্রাণ হারালো ১৩ জন

চেন্নাই গিয়ে নতুন ‘নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার তাকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলতে দেখা যাবে। চেন্নাই এক্সপ্রেসে চড়তেই নতুন নিকনেমও পেয়ে গেলেন এই ২৮ বছর বয়সী পেসার। তার নামের শেষাংশ ‘ফিজ’ নামেই তাকে ক্রিকেটভক্তদের অনেকে ডেকে থাকেন। এবার চেন্নাই তার নিকনেম দিয়েছে ‘মুজ’।

আইপিএলের নিলামে আজ দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন ফিজ। এবার তিনি দলও পেয়ে গেলেন।

পরবর্তীতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’ ‘মুজ’ শব্দ দিয়ে বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে নিকনেম তৈরি করেছে চেন্নাই।

বলে রাখা ভালো— ‘মোজার্ট’ শব্দটি এসেছে অস্ট্রীয় কিংবদন্তি সুরকার ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্টের নাম থেকে। ভারতীয় অস্কারজয়ী সুরকার এআর রহমানকেও বলা হয়ে থাকে ‘মোজার্ট অব মাদ্রাজ।’ সেটি কিছুটা পরিবর্তন করে চেন্নাই মুস্তাফিজের জন্য ‘মুজ-আর্ট’ শব্দটি ব্যবহার করেছে।

দলে ভেড়ানোর পর থেকে ইতোমধ্যে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে সিএসকে। দুরন্ত গতিতে বল করতে ছুটে চলা এক ছবি দিয়ে তারা লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট! চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর!’

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

চেন্নাই গিয়ে নতুন ‘নাম’ পেলেন মুস্তাফিজ

আপডেট সময় ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

আইপিএলে পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার তাকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলতে দেখা যাবে। চেন্নাই এক্সপ্রেসে চড়তেই নতুন নিকনেমও পেয়ে গেলেন এই ২৮ বছর বয়সী পেসার। তার নামের শেষাংশ ‘ফিজ’ নামেই তাকে ক্রিকেটভক্তদের অনেকে ডেকে থাকেন। এবার চেন্নাই তার নিকনেম দিয়েছে ‘মুজ’।

আইপিএলের নিলামে আজ দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন ফিজ। এবার তিনি দলও পেয়ে গেলেন।

পরবর্তীতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’ ‘মুজ’ শব্দ দিয়ে বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে নিকনেম তৈরি করেছে চেন্নাই।

বলে রাখা ভালো— ‘মোজার্ট’ শব্দটি এসেছে অস্ট্রীয় কিংবদন্তি সুরকার ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্টের নাম থেকে। ভারতীয় অস্কারজয়ী সুরকার এআর রহমানকেও বলা হয়ে থাকে ‘মোজার্ট অব মাদ্রাজ।’ সেটি কিছুটা পরিবর্তন করে চেন্নাই মুস্তাফিজের জন্য ‘মুজ-আর্ট’ শব্দটি ব্যবহার করেছে।

দলে ভেড়ানোর পর থেকে ইতোমধ্যে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে সিএসকে। দুরন্ত গতিতে বল করতে ছুটে চলা এক ছবি দিয়ে তারা লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট! চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর!’