ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব Logo সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী Logo ফের নাফ নদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo ডাকসু নির্বাচনে বাধা এলে সবাইকে ডেকে সবকিছু বলে দেব: ঢাবি উপাচার্য Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর

কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 307

কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী

একটি গণমাধ্যমে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সরকারের সে গোমর ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে শীর্ষ সব নেতাদের মুক্তি দেওয়াসহ কিছু ‘অপশন’ দেওয়া হয়েছিল বলে জানান। এ বক্তব্যের বিষয়ে অবশ্য আজ সচিবালয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন।

বিএনপি নেতা রিজভী এ প্রসঙ্গে বলেন, তার বক্তব্য প্রমাণ করে দেশে আইনের শাসন নেই, সবকিছুই সরকারের ইশারায় চলে। দেড় লাখ মামলায় অর্ধ কোটি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটাও সরকারের নীলনকশা। বিনা কারণে নাগরিকদের গ্রেপ্তার, নির্বিচারে বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর নেতাকর্মীদের কারাগারে পাঠানো ও নির্যাতন আইনের শাসনের অস্তিত্বকেই বিলীন করে দিয়েছে।

রিজভী বলেন, আদালতে দলীয়করণ করা হয়েছে। এ কারণে ১৫ বছর ধরে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এ সরকার চাইলে গ্রেপ্তারকৃতদের এক রাতেই ছেড়ে দিতে পারে। ২০ হাজার নিরপরাধ নেতাকর্মীকে নির্জলা মিথ্যা মামলায় নির্বিচার গ্রেপ্তার করা এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে মুক্তি দেওয়া কোনো গণতান্ত্রিক দেশে, কোনো আইনের শাসনের দেশে, এমনকি স্বৈরতান্ত্রিক দেশেও সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী

আপডেট সময় ১১:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

একটি গণমাধ্যমে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সরকারের সে গোমর ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে শীর্ষ সব নেতাদের মুক্তি দেওয়াসহ কিছু ‘অপশন’ দেওয়া হয়েছিল বলে জানান। এ বক্তব্যের বিষয়ে অবশ্য আজ সচিবালয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন।

বিএনপি নেতা রিজভী এ প্রসঙ্গে বলেন, তার বক্তব্য প্রমাণ করে দেশে আইনের শাসন নেই, সবকিছুই সরকারের ইশারায় চলে। দেড় লাখ মামলায় অর্ধ কোটি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটাও সরকারের নীলনকশা। বিনা কারণে নাগরিকদের গ্রেপ্তার, নির্বিচারে বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর নেতাকর্মীদের কারাগারে পাঠানো ও নির্যাতন আইনের শাসনের অস্তিত্বকেই বিলীন করে দিয়েছে।

রিজভী বলেন, আদালতে দলীয়করণ করা হয়েছে। এ কারণে ১৫ বছর ধরে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এ সরকার চাইলে গ্রেপ্তারকৃতদের এক রাতেই ছেড়ে দিতে পারে। ২০ হাজার নিরপরাধ নেতাকর্মীকে নির্জলা মিথ্যা মামলায় নির্বিচার গ্রেপ্তার করা এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে মুক্তি দেওয়া কোনো গণতান্ত্রিক দেশে, কোনো আইনের শাসনের দেশে, এমনকি স্বৈরতান্ত্রিক দেশেও সম্ভব নয়।