ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার মিছিলে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 188

নৌকার মিছিলে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে অংশ নিতে এসে ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৭০) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল শুরু হবার সঙ্গে সঙ্গে ‘নৌকা’ বলে স্লোগান দিয়েই অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাইজিংবিডিকে বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, পরীক্ষিত এবং নিবেদিত ব্যক্তি ছিলেন নুরুল ইসলাম। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত। তার শূন্য স্থান অপূরণীয়।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

নৌকার মিছিলে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে অংশ নিতে এসে ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৭০) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল শুরু হবার সঙ্গে সঙ্গে ‘নৌকা’ বলে স্লোগান দিয়েই অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাইজিংবিডিকে বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, পরীক্ষিত এবং নিবেদিত ব্যক্তি ছিলেন নুরুল ইসলাম। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত। তার শূন্য স্থান অপূরণীয়।