কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গুলশানে কুয়েত দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেছেন আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
সোমবার (১৮ ডিসেম্বর) দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে কুয়েত দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী স্বাক্ষরিত লিখিত শোক বার্তা হস্তান্তর করেন।
অ্যাডভোকেট তাজুল ইসলাম কুয়েতের আমিরের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু।
তাজুল ইসলাম বলেন, মুসলিম উম্মাহ’র ঐক্য ও সমৃদ্ধি এবং কুয়েতের উন্নয়ন অগ্রগতিতে মরহুম শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি একই সাথে শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের নতুন আমির নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও উন্নত হবে।