ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ Logo রাকসু নির্বাচন: কোন হলের ভোটারা কোন কেন্দ্রে ভোট দেবেন? Logo কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে- ড. ইফতেখারুজ্জামান Logo পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল,নিহত ২ Logo ৮০ টাকার নিচে কোনও সবজি নেই ,বেড়েছে ডিমের দাম Logo উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক মানুষ Logo শুরু হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, শেষ হবে দুপুর ১২টায় Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬

মেট্রো ট্রেনের দরজায় শাড়ি আটকে নারীর মৃত্যু

ভারতে মেট্রো ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। যাতায়াতের সময় ট্রেনের দরজায় শাড়ি আটকে মেট্রোর নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মারা যান ওই নারী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দেশটির রাজধানী দিল্লির ইন্দরলোক স্টেশনে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লির ইন্দরলোক স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই নারীর পোশাকের একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে যান তিনি। ওই নারী ট্রেন থেকে নামছিলেন নাকি ট্রেনে উঠছিলেন তা জানা যায়নি। তবে ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রিনা বলে জানা গেছে।

দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দরলোক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই নারীর শাড়ির একটি অংশ মেট্রোর দরজায় আটকে যায়। এরই জেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

ভিকি নামে নিহত ওই নারী যাত্রীর এক আত্মীয় জানিয়েছেন, ইন্দরলোক মেট্রো স্টেশনে পৌঁছানোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রিনার। সে সময়ই তার শাড়ি মেট্রোর দরজায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেসময় পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রিনা। প্রায় সাত বছর আগে রিনার স্বামী মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

জনপ্রিয় সংবাদ

স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

মেট্রো ট্রেনের দরজায় শাড়ি আটকে নারীর মৃত্যু

আপডেট সময় ০৩:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

ভারতে মেট্রো ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। যাতায়াতের সময় ট্রেনের দরজায় শাড়ি আটকে মেট্রোর নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মারা যান ওই নারী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দেশটির রাজধানী দিল্লির ইন্দরলোক স্টেশনে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লির ইন্দরলোক স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই নারীর পোশাকের একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে যান তিনি। ওই নারী ট্রেন থেকে নামছিলেন নাকি ট্রেনে উঠছিলেন তা জানা যায়নি। তবে ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রিনা বলে জানা গেছে।

দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দরলোক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই নারীর শাড়ির একটি অংশ মেট্রোর দরজায় আটকে যায়। এরই জেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

ভিকি নামে নিহত ওই নারী যাত্রীর এক আত্মীয় জানিয়েছেন, ইন্দরলোক মেট্রো স্টেশনে পৌঁছানোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রিনার। সে সময়ই তার শাড়ি মেট্রোর দরজায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেসময় পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রিনা। প্রায় সাত বছর আগে রিনার স্বামী মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।