দীর্ঘ দিন পর ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিন দেখল দেশ। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনেরও মৃত্যু হয়নি। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এক হাজার ৬৭৮ জনে স্থিতিশীল আছে। নভেম্বর মাসের ১৬ তারিখে ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিপ্তর।
গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৮ হাজার ৯৮২ জনে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৬৮০ জন।
এর মধ্যে এক হাজার ১৭১ জনই ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে তিনজনের। মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছেন ডেঙ্গুতে।