ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

এবার আচরণবিধি লঙ্ঘনে চিত্রনায়িকা মাহিকে শোকজ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 198

এবার আচরণবিধি লঙ্ঘনে চিত্রনায়িকা মাহিকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছে। এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ (দ্বিতীয় আদালত) আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে আদালতে তলব করেন। মাহিয়া মাহি তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ আসনে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া নামে নির্বাচনে অংশ নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এরপর নির্বাচনি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছে, মাহি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

জানতে চাইলে মাহিয়া মাহি এই শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনি অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্ধারিত সময়ে আদালতে গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

এবার আচরণবিধি লঙ্ঘনে চিত্রনায়িকা মাহিকে শোকজ

আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছে। এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ (দ্বিতীয় আদালত) আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে আদালতে তলব করেন। মাহিয়া মাহি তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ আসনে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া নামে নির্বাচনে অংশ নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এরপর নির্বাচনি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছে, মাহি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

জানতে চাইলে মাহিয়া মাহি এই শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনি অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্ধারিত সময়ে আদালতে গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলে জানান তিনি।