ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫২ বছর পরও দেশের গণতন্ত্র মৃত: মঈন খান

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 225

স্বাধীনতার ৫২ বছর পরও দেশের গণতন্ত্র মৃত : মঈন খান

বর্তমান সরকার স্বৈরাচারের চেয়েও ভয়ংকর। সরকারের এমন অবস্থা হয়ে গেছে যে তাদের মিথ্যাচার তারা নিজেরা বিশ্বাস করতে চায় না। তারা ভাবছে জনগণের কাছে তারা এত জনপ্রিয় যে তাদের আর নির্বাচন লাগবে না। একদলীয় সরকার নির্বাচন লাগে কেন, দরকারটা কি? এ কারণে তারা দলের মধ্যে কিছু সিট ভাগাভাগি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

আবদুল মঈন খান বলেন, এই সরকার নিজেদের একটা গণতান্ত্রিক সরকার বলে পরিচয় দেয়। তারা অভিযোগ করে বিএনপি নাকি সন্ত্রাসী দল। এক সময় তারা জুজুর ভয় দেখিয়ে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোকে বিভ্রান্ত করেছিল।

গণতন্ত্র আজ মৃত উল্লেখ করে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন, নিজের রক্ত ঢেলে দিয়েছেন কেন? গণতন্ত্রের জন্য। এদেশের মানুষ বুঝেছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে কখনো গণতন্ত্র থাকতে পারে না। এটার প্রমাণ এখনো আপনারা দেখতে পারবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস- আজকে ৫২ বছর পরে এসে আমরা দেখতে পারছি বাংলাদেশে গণতন্ত্র মৃত।

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

স্বাধীনতার ৫২ বছর পরও দেশের গণতন্ত্র মৃত: মঈন খান

আপডেট সময় ০৯:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

বর্তমান সরকার স্বৈরাচারের চেয়েও ভয়ংকর। সরকারের এমন অবস্থা হয়ে গেছে যে তাদের মিথ্যাচার তারা নিজেরা বিশ্বাস করতে চায় না। তারা ভাবছে জনগণের কাছে তারা এত জনপ্রিয় যে তাদের আর নির্বাচন লাগবে না। একদলীয় সরকার নির্বাচন লাগে কেন, দরকারটা কি? এ কারণে তারা দলের মধ্যে কিছু সিট ভাগাভাগি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

আবদুল মঈন খান বলেন, এই সরকার নিজেদের একটা গণতান্ত্রিক সরকার বলে পরিচয় দেয়। তারা অভিযোগ করে বিএনপি নাকি সন্ত্রাসী দল। এক সময় তারা জুজুর ভয় দেখিয়ে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোকে বিভ্রান্ত করেছিল।

গণতন্ত্র আজ মৃত উল্লেখ করে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন, নিজের রক্ত ঢেলে দিয়েছেন কেন? গণতন্ত্রের জন্য। এদেশের মানুষ বুঝেছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে কখনো গণতন্ত্র থাকতে পারে না। এটার প্রমাণ এখনো আপনারা দেখতে পারবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস- আজকে ৫২ বছর পরে এসে আমরা দেখতে পারছি বাংলাদেশে গণতন্ত্র মৃত।